রাঙ্গামাটিতে প্রাথমিক বিদ্যালয়ে হাতির তাণ্ডব
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৫:২৪ পিএম
রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্য হাতি তাণ্ডব চালিয়েছে। এতে বিদ্যালয়টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এলাকাবাসী জানায় , শনিবার গভীর রাতে বন্য হাতির একটি দল বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে খাদ্যের সন্ধানে ভবনের ভেতরে ঢুকে ক্লাসরুম ও আশপাশে ব্যাপক ভাঙচুর চালায়।জীবতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদত্ত কার্বারী ঘটনাটি নিশ্চিত করে বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় হাতির আক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এর আগে বসতবাড়ি ও কৃষিজমিতেও একাধিকবার হাতির তা-বের ঘটনা ঘটেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেবিলা দেওয়ান জানান, হাতির দল বিদ্যালয়ের প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এতে ক্লাসরুম ও ভবনের কাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাহাড়ি এলাকায় বনভূমি ও খাদ্যের সংকটের কারণে প্রায়শই হাতির পাল বসতি ও জনপদে নেমে আসছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানসহ জনপদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। সম্প্রতি সময়ে অতিবর্ষণের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় হ্রদ বেষ্টিত নির্ন্মাঞ্চল প্লাবিত হওয়ায় ন্যাশনাল পার্কসহ বেশ কিছু এলাকায় হাতির খাদ্যসঙ্কট দেখা দিয়েছে । ফলে খাদ্যাম্বষণে হাতির পাল লোকালয়ে হানা দিচ্ছে।



