Logo
Logo
×

সারাদেশ

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কিশোরগঞ্জে এফডিইবি’র আলোচনা

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৭:২৬ পিএম

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কিশোরগঞ্জে এফডিইবি’র আলোচনা

ছবি-যুগের চিন্তা

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) কিশোরগঞ্জ শাখার উদ্যোগে আলোচনা সভা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে শহরের একটি অভিজাত পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফডিইবি কিশোরগঞ্জ শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. রমজান আলী। প্রধান আলোচক ছিলেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ময়মনসিংহ জেলার সভাপতি মো. আনোয়ার হোসেন।

এফডিইবি কিশোরগঞ্জ শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো. জহির রায়হানের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক ও মাওলানা নাজমুল ইসলাম, কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও তথ্য প্রদানকারী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আব্দুল কাইয়ুম প্রমুখ। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইঞ্জিনিয়াররা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. রমজান আলী কিশোরগঞ্জের ইঞ্জিনিয়ারদের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। তিনি জানান, স্থানীয় ইঞ্জিনিয়ারদের সমস্যাগুলো সংশ্লিষ্ট উপদেষ্টা ও সচিবের কাছে তুলে ধরা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন