Logo
Logo
×

সারাদেশ

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দু’গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২৫

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৭:২০ পিএম

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দু’গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

জানা যায়, বিজয়নগর উপজেলার ৩টি ইউনিয়ন নির্বাচনি আসন বিন্যাস নিয়ে ফেসবুকে স্ট্যাটাস ও কমেন্ট করাকে কেন্দ্র করে গত তিনদিন আগে অক্ষি গোষ্ঠীর দানা মিয়া গত বুধবার রাতের অন্ধকারে আরজু মিয়া (৭০) ও তার মেয়ে আকলিমা বেগমকে মারধর করে। 

এরই জেরে শনিবার সকালে অক্ষি গোষ্ঠী ও পাঠান গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে আহতরা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে। 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন