Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০২:১৯ পিএম

নরসিংদীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের গোপীনাথ জিউর আখড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান। 

জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাখন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার, জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর-রশিদ, নরসিংদী ইসকনের অধ্যক্ষ পতিত পাবন নিমাই দাস বম্মচারি, গোপীনাথ জিউর আখড়া ধামের সভাপতি অহিভুষণ চক্রবর্তী, বাংলাদেশের পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার বর্মণ প্রীন্সসহ নরসিংদী জেলা, সদর উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভগবান শ্রী কৃষ্ণ দুষ্টের দমনের জন্য পৃথিবীতে এসেছেন।  বর্তমানে অপসংস্কৃতি ও দূষ্টদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।  তারা ভগবান শ্রী কৃষ্ণের আদর্শ থেকে শিক্ষা নিয়ে যেনো ভালো হয়ে যায়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলে আমরা উৎসব উদযাপন করি। ভবিষ্যতেও আমাদের সম্প্রীতি বজায় থাকবে।

আলোচনা সভা শেষে একটি বর্নাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি গোপীনাথ জিউর আখড়া থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় গোপীনাথ জিউর আখড়ায় গিয়ে শেষ হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন