Logo
Logo
×

সারাদেশ

খেজুর চাষীর স্বপ্ন ৩০ লাখ টাকায় বানানো চেয়ারে তারেক জিয়াকে বসাবেন

Icon

ময়মনসিংহ প্রতিনিধি :

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০২:০২ পিএম

খেজুর চাষীর স্বপ্ন ৩০ লাখ টাকায় বানানো চেয়ারে তারেক জিয়াকে বসাবেন

ছবি-সংগৃহীত

ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের কৃষক আব্দুল মোতালেব। একসময় মাটির ঘরে থাকতেন, দিন গুজরান করতেন অভাবের সঙ্গে লড়াই করে। আজ তিনি পরিচিত সফল খেজুর চাষি হিসেবে, যার বার্ষিক আয় কোটি টাকার কাছাকাছি। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন এখনও অপূর্ণ নিজ হাতে বানানো বিশেষ এক চেয়ারে বসাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।

ভালুকার খ্যাতিমান খেজুর চাষি আব্দুল মোতালেব নিজের হাতে গড়া সাফল্যের প্রতীক হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বিশেষ একটি চেয়ার বানিয়েছেন। প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে তৈরি এই চেয়ারটিতে তারেক রহমানকে বসাতে পারলেই স্বপ্ন পূরণ হবে বলে জানিয়েছেন তিনি।

প্রতিজ্ঞা থেকে বাস্তবায়ন

২০০৪ সালে তারেক রহমান তার খেজুর বাগান পরিদর্শনে এলে মাটির ঘরে বসবাসকারী মোতালেবের ঘরে উপযুক্ত কোনো চেয়ার ছিল না। সেদিনই তিনি প্রতিজ্ঞা করেন সফল হতে পারলে তারেক রহমানের জন্য দেশের সবচেয়ে আকর্ষণীয় চেয়ার বানাবেন।

খেজুর বাগান থেকে কোটিপতি কৃষক

১৯৯৮ সালে সৌদি আরবের খেজুর বাগানে কাজ করার অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে ২০০১ সালে তিনি খেজুর চাষ শুরু করেন। প্রথম দিকে ব্যর্থ হলেও পরবর্তী সময়ে উন্নত জাতের মাতৃগাছ থেকে চারা উৎপাদন করে সাফল্য পান। বর্তমানে তার ৭ বিঘা বাগানে তিন হাজারের বেশি খেজুর গাছ রয়েছে এবং বছরে আয় ৫০ লাখ টাকার বেশি।

চেয়ার নির্মাণে ব্যয় ৩০ লাখ টাকা

২০০৮ সালে শুরু হওয়া কাঠের আসবাব নির্মাণে খরচ হয়েছে ৫০ লাখ টাকারও বেশি। এর মধ্যে দুটি চেয়ার বানানো হয় একটি তারেক রহমানের জন্য, আরেকটি কৃষি উন্নয়ন ব্যক্তিত্ব শাইখ সিরাজের জন্য। কাঁঠাল কাঠের তৈরি এসব আসবাব বানাতে এক কাঠমিস্ত্রিকে মাসিক ১২ হাজার টাকা চুক্তিভিত্তিক বেতন দেওয়া হয়েছিল। ২০১৪ সালে কাজ শেষ হয়।

প্রিয় নেতাকে বসানোর অপেক্ষায়

মোতালেবের বাড়ির এক কক্ষে রাখা রয়েছে চেয়ারগুলো, সঙ্গে কাঠের পাখা, খাট ও অন্যান্য আসবাব। তবে এখনো কাউকে তাতে বসতে দেননি। তার একমাত্র ইচ্ছা দেশে ফিরে তারেক রহমান যেন এই চেয়ারে বসেন।

এলাকাবাসীর প্রত্যাশা

ভালুকার মানুষও আশা করছে, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান একদিন এ গ্রামে আসবেন। এতে এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে বলে মনে করেন স্থানীয়রা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন