চাঁপাইনবাবগঞ্জে মাদরাসায় অসুস্থ দুই শিক্ষার্থীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১১:০১ এএম
গোমস্তাপুর থানা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি মাদরাসার আবাসিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়া দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।
নিহতরা হলো, রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২) ও বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে জামিলা খাতুন (১০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডুবার মোড় এলাকার শেফালী বেগম মহিলা নুরানী হাফিজিয়া মাদরাসার আবাসিক শিক্ষার্থী তানিয়া ও জামিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং বমি শুরু করে। পরে মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা দ্রুত তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, সকালে মরদেহ দুটি থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য সেগুলো ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হবে।



