পিতার অভিযোগে শিশু কন্যার বিবাহ বন্ধ হলো
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০৯:৪০ পিএম
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার মুরগির টিলা নামক এলাকায় পিতার অভিযোগের ফলে শিশু কন্যার বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছেন কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নেলী রুদ্র ।
এই বাল্য বিবাহর ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে মেয়ে মাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে এবং মেয়ের মা থেকে একটি মুচলেকা আদায় করা হয়েছে । কাপ্তাই থানা পুলিশ সূত্রে জানা গেছে ওই শিশুকন্যার মা (৪৪) তার অপ্রাপ্ত মেয়েকে টাকার লোভে পড়ে ওমান প্রবাসী এক ছেলের সাঙ্গে মোবাইল ফোনে বিবাহ দেয়ার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করে ।
বিয়ে উপলক্ষে শিশুটির হাতে মেহেদী লাগানো হয়েছে। কিন্তু বিবাহ বন্ধনে বাঁধ সাজে পরিবারের অন্য এক নারী। এবং বাবা সে এই অপ্রাপ্ত মেয়েকে বাল্য বিবাহ দিতে রাজি হননি। তিনি কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও কাপ্তাই থানায় খবর দেয়। অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী অফিসার নেলী রুদ্র ও মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পায় এবং মেয়ের মা স্বীকার করেন যে তারা তাদের শিশু কন্যার বিয়ের প্রস্তুতি নিয়েছেন।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা সরেজমিনে গিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেন। কন্যা শিশুটির বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া যাবে না বলে মুচলেকায় উল্লেখ করা হয়েছে । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।



