Logo
Logo
×

সারাদেশ

সৈকতে গোসলে নেমে আবারও পর্যটকের মৃত্যু

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০৮:৩১ পিএম

সৈকতে গোসলে নেমে আবারও পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে আবারও মোহাম্মদ সামির (২২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে এই ঘটনা ঘটে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুষ্ময় দাশ।

মারা যাওযা সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। তারা চার বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে এসে ছিলেন বলে পুলিশকে জানিয়েছে অপর ৩ বন্ধু।

এসআই সুষ্ময় দাশ জানান, তারা চার বন্ধু মিলে শুক্রবার সকালে কক্সবাজারে বেড়াতে আসেন। তারা কটেজ জোনের ক্ল্যাসিক ভিলা নামের একটি হোটেলে উঠেন। সেখান থেকে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে গোসল করতে নামেন।গোসলের এক পর্যায়ে সামির পানির ঢেউয়ে ভেসে যায়। কিন্তু সেখানে লাইফগার্ড সদস্যরা ছিলো না। এক পর্যায়ে ঢেউয়ে তোড়ে কূলের কাছে চলে এলে তিন বন্ধু মিলে সামিরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা। হাসাপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানিয়েছেন।

সুষ্ময় দাশ বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। প্রাথমিকভাবে তিন বন্ধু ঘটনার বিষয়ে জানায়আরো জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। পরিবারকে খবর দেয়া হয়েছে।

এনিয়ে সাগরে গোসলে নেমে গত এক বছরের ১২ জন পর্যটকের মৃত্যু হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ৭৮ জন। গত এক দশকে ৬৪ জনের মৃত্যু এবং ৭৮২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম লাইফ গার্ড।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন