Logo
Logo
×

সারাদেশ

জামিনে কারামুক্ত শমী কায়সার

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০২:০৮ পিএম

জামিনে কারামুক্ত শমী কায়সার

অভিনেত্রী শমী কায়সার।

দুই হত্যাচেষ্টা মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন অভিনেত্রী শমী কায়সার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন জানান, জামিনের কাগজপত্র যাচাই শেষে মুক্তি দেওয়া হয় শমী কায়সারকে। 

এর আগে গত ৫ নভেম্বর রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে উত্তরা পূর্ব থানায় দায়ের করা জুবায়ের হাসান ইউসুফ ও ইশতিয়াক মাহমুদ নামে দুই ব্যক্তিকে হত্যাচেষ্টার পৃথক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। 

সূত্র আরও জানায়, গত ১০ আগস্ট হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ জুবায়ের হাসান ইউসুফ হত্যাচেষ্টা মামলায় জামিন দেন। এর আগে অন্য মামলাতেও জামিন পান তিনি। উভয় মামলায় জামিন পাওয়ার পর অন্য কোনো মামলা না থাকায় আদালতের আদেশে তাকে মুক্তি দেওয়া হয়। 

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সার দম্পতির সন্তান শমী কায়সার একজন অভিনেত্রী। তিনি অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য হন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনে ফেনী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও তা পাননি। তিনি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর ১৪ আগস্ট ই-ক্যাব সভাপতির পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন