Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের হাতে ফলদ-বনজ চারা বিতরণ

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১০:২০ পিএম

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের হাতে ফলদ-বনজ চারা বিতরণ

সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে পরিবেশ ও প্রতিবেশের টেকসই উন্নয়নে কিশোরগঞ্জে গাছের চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মকে যুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়। শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিবিদসহ বিশিষ্টজনেরা এ কার্যক্রমের প্রশংসা করেছেন।

পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃহস্পতিবার (১৪ আগস্ট) কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ফলদ-বনজ ও ওষুধি গাছের চারা।


বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদুল হাসান বলেন, আমাদের প্রত্যেকের উচিত প্রতি বছরে অন্তত দুটি বৃক্ষরোপণ করা। কারণ বৃক্ষ আমাদের নিশ্বাসের সাথে ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইড শোষন করে আমাদের জন্যই অক্সিজেন উৎপাদন করে। পরিবেশ রক্ষায় গাছ রোপণের কোনো বিকল্প নেই। তাই সকলকে গাছ লাগানোর জন্য আহ্বান জানানো হয়।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বলেন, শহিদদের আদর্শকে বুকে ধারণ করে দেশের পরিবেশ রক্ষায় এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে গাছপালা। তেমনি আজকে চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ক্লাব আয়োজনে এবং বাংলালিংকের সহযোগিতায় স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বৃক্ষ চারা বিতরণ করছে। আমি ধন্যবাদ জানাই আজকের এ আয়োজকদেরকে।


চ্যানেল আই-এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এসকে রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদুল হাসান, প্রধান শিক্ষক বিপদ ভঞ্জন বণিক, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, বাংলালিংকের কিশোরগঞ্জের সিনিয়র জোনাল ম্যানেজার মো. আজিয়ার রহমান, বিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন