পাইকগাছায় ওয়াশ ব্লকের উদ্বোধন করলেন ইউএনও
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৭:৩২ পিএম
ছবি-যুগের চিন্তা
খুলনার পাইকগাছার আল-আমিন মহিলা দাখিল মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের জন্য নির্মিত ওয়াশ ব্লক ও বৃক্ষরোপণের উদ্ভোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।এনজিও সংস্থা নবলোক ওয়াশ ব্লক নির্মাণে স্যানেটারি ল্যাটিন এবং সুপেও পানির জন্য RD ৬টি পানির ফিল্টার স্থাপন করে। যা নির্মানে খরচ হয়েছে ১৯ লাখ আশি টাকা।পরে বৃক্ষরোপনের উদ্ধোধন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি ও ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম।
মাদ্রাসার সুপার মো. বাহারুল আলমের পরিচালনায় এ উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজাহান আলী শেখ,গদাইপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ
খোরশেদুজ্জামান,প্রকল্প ব্যাবস্থাপক,মোঃ ওমর ফারুক,মনিটরিং অফিসার মোঃ ইসরান পারভেজ,নবলোকের প্রকৌশলী মোঃ সাজ্জাদ সরদার,মোঃ আসাদুজ্জামানসহ ম্যাদাসার অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।



