Logo
Logo
×

সারাদেশ

পাইকগাছায় কপোতাক্ষ নদের ওয়াপদা বাঁধ ভাঙনের শঙ্কা

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৫:০৬ পিএম

পাইকগাছায় কপোতাক্ষ নদের ওয়াপদা বাঁধ ভাঙনের শঙ্কা

পাইকগাছা উপজেলার হিতামপুর মৌজায় কপোতাক্ষ নদের ওয়াপদা বাঁধ ভাঙনের ঝুঁকিতে।

খুলনার পাইকগাছা উপজেলার হিতামপুর মৌজায় কপোতাক্ষ নদের ওয়াপদা বাঁধ ভাঙনের ঝুঁকিতে রয়েছে। যেকোনো মুহূর্তে বাঁধ ধসে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা করছেন স্থানীয়রা। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হিতামপুর মৌজার চরেরবিল এলাকায় নদের বাঁধ বারবার ভেঙে নদীগর্ভে বিলীন হচ্ছে এবং স্থান পরিবর্তন হচ্ছে। সম্প্রতি ১৭০ মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হলে তা মেরামতের জন্য ৫৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে মঙ্গলবার দুপুরে চলমান মেরামতকাজের অংশ বিশেষ আবারও ধসে পড়ে, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় বুধবার সকালে উপ-বিভাগীয় সহকারী প্রকৌশলী (এসডিও) এস এম রিফাত বিন রফিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় জমির মালিক ও ঘের ব্যবসায়ী তৈয়েবুর রহমান জানান, এক বছর আগে বড় ধরনের ভাঙনে চরেরবিল প্লাবিত হয়ে ১ হাজার ৬০০ বিঘা জমির মাছ ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছিল। সরকারি ও স্থানীয় উদ্যোগে বিকল্প বাঁধ নির্মাণ করে পরিস্থিতি সামাল দেওয়া হলেও আবারও একই আশঙ্কা দেখা দিয়েছে।

ঘের মালিক মিনারুল ইসলাম বলেন, আমার কয়েকটি চিংড়ি ঘের রয়েছে, পাশাপাশি প্রায় ১ হাজার ৬০০ বিঘা জমিতে বিভিন্নজন চিংড়ি চাষ করছেন। শিগগিরই ধান রোপণ শুরু হবে। এখনই বাঁধ মজবুত না করলে ধান ও মাছ উভয়ই ক্ষতিগ্রস্ত হবে।

পাউবির উপ-বিভাগীয় প্রকৌশলী এস এম রিফাত বিন রফিক বলেন, পানির চাপ অত্যন্ত বেশি। তাই ভাঙন রোধে সাধারণ মেরামত যথেষ্ট হবে না। নতুন পরিকল্পনা নিতে হবে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন