Logo
Logo
×

সারাদেশ

পিতলগঞ্জ দাখিল মাদ্রাসার কোটি টাকা আত্মসাতের প্রতিবাদ

Icon

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০২ পিএম

পিতলগঞ্জ দাখিল মাদ্রাসার কোটি  টাকা আত্মসাতের প্রতিবাদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ পশ্চিমপাড়া মোস্তফাই সুন্নিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি ওবায়দুল মজিদ জুয়েল ও বর্তমান এডহক কমিটির সভাপতি রনি ভুঁইয়ার চাচা আওয়ামী লীগ নেতা আব্দুল আওয়াল ভুঁইয়াসহ কতিপয় দুর্নীতিবাজ কমিটির সদস্যদের মাধ্যমে মেট্রোরেল প্রকল্প থেকে মাদ্রাসার উত্তোলিত বিল ও জমির প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

এর প্রতিবাদ ও টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মাদ্রাসা  প্রতিষ্ঠাতাদের পরিবার,স্থানীয় শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। আজ বুধবার  (১৩ আগস্ট) উপজেলার পূর্বাচল ৪ নং সেক্টর এলাকায় এ সংবাদ সম্মেলন করা হয়। 

এতে বক্তব্য রাখেন,মাদ্রাসা  প্রতিষ্ঠা গোলাম মোস্তফা'র ছেলে ফারুক মিয়া,প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল জব্বারের ছেলে বাবুল মিয়া, রেহান উদ্দিন, মেয়ে হাসনেয়ারা বেগম,  স্থানীয় বাসিন্দা আমির হোসেন, অভিভাবক জড়িনা বেগমসহ এলাকাবাসীর প্রতিনিধিরা।  

সংবাদ সম্মেলনে  অভিযোগ করে বলেন, মেট্রোরেল  এমআরটিএ লাইন ১ এর পিতলগঞ্জ প্রকল্পের কারণে পিতলগঞ্জ দাখিল মাদ্রাসার পুরনো ভবন ও জমি র বিল উত্তোলন করেন সাবেক পরিচালনা কমিটির সভাপতি ও অধ্যক্ষ। একই সময় বিল পেয়ে একই গ্রামের প্রকল্পের বাহিরে মাদ্রাসা টি নতুন জমি ক্রয় করে সরকারী ভবন করা হয়। অভিযোগ রয়েছে, ওই বিল উত্তোলন থেকে প্রাপ্ত টাকা সাবেক সভাপতি ওবায়দুল মজিদ জুয়েল মাস্টার ও বর্তমান এডহক কমিটির সভাপতি রনি ভুঁইয়ার চাচা আব্দুল আওয়াল, সাবেক অধ্যক্ষ মরহুম মাওলানা সালাহউদ্দিন,ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোকসেদুর রহমান গং নানা কৌশলে ১ কোটি ৮২ লাখ টাকা হাতিয়ে নেয়। এমনকি মাদ্রাসায় দানকরা  জমির বিল উত্তোলন করে তা আত্মসাৎ করে ফেলে ।

স্থানান্তরিত জমি ক্রয় করার সময় মালিকানা ভেজাল জমি ক্রয় করে সাবেক সভাপতি ওবায়দুল মজিদ জুয়েল মাস্টার, শিক্ষক নিয়োগে মোটা অংকের টাকা আদায় করে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষার পরিবেশ নষ্টসহ মাদ্রাসায় কিশোরগ্যাং তৈরী,স্বেচ্ছাচারিতা, টাকা নয়ছয়ে শিক্ষার পরিবেশ নষ্ট  করছে বর্তমান অবৈধ এডহক কমিটির সভাপতি রনি ভুঁইয়া, সে নিজেকে সভাপতি দাবী করলেও মেয়াদ চলে গেছে। এসব অপকর্ম ও অনিয়ম বন্ধ না হলে মাদ্রাসায় অতীত সুনাম নষ্ট হবে। তাই অবলম্বে মাদ্রাসার টাকা ফিরেয়ে, যোগ্য ব্যক্তিদের পরিচালনা কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন