কক্সবাজারে নবনির্বাচিত মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সঙ্গে জেলা প্রশাসকের পরিচিতি সভা
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৬:২৫ পিএম
ছবি : কক্সবাজারে নবনির্বাচিত মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সঙ্গে জেলা প্রশাসকের পরিচিতি সভা
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট কমান্ডের নবনির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম রুহুল আমিন মুকুলের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। সভায় জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাদের নানা সমস্যার কথা শুনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. শামসুল হুদা ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন। এ সময় মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের নবনির্বাচিত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ৪ আগস্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কক্সবাজার জেলা ইউনিট কমান্ডের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।



