Logo
Logo
×

সারাদেশ

তালতলীতে ভ্যান গাড়ী বিতরণ নিয়ে নানা প্রশ্ন

Icon

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৫:৪৫ পিএম

তালতলীতে ভ্যান গাড়ী বিতরণ নিয়ে নানা প্রশ্ন

ছবি-সংগৃহীত

তালতলী উপজেলার কৃষি অফিসের সহকারী কৃষি কর্মকর্তা মো. ইমাম হোসেন সোমবার রাতের আধারে কৃষি পণ্য পরিবহন ভ্যান গাড়ী বিতরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছেন। স্থানীয়দের অভিযোগ উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর ইলিয়াস অর্থের বিনিময়ে কৃষকদের কৃষি উপকরণ বরাদ্দ দিয়েছেন। ওই উপকরণ রাতের আধারে বিতরণ করা হয়েছে।

জানাগেছে, এসএসসিপি কস্ট শেয়ারিং প্রকল্পের আওতায় তালতলী উপজেলায় পাঁচটি সিএফসি কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় সরকার। প্রত্যেক কেন্দ্রে সরকারীভাবে এক লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ করা হয়। ওই বরাদ্দের সাথে কৃষকরা তাদের অর্থ সংযোজন করে কেন্দ্র নির্মাণ করবেন এমন শর্ত জুড়ে দেয়া আছে প্রকল্পের নীতিমালায়। কৃষকরা তাদের কৃষি পণ্য বিক্রির জন্য কেন্দ্রে মজুদ রাখবেন। ওই স্থান থেকে তারা বিক্রেতার কাছে সরবরাহ করবেন।

এ কাজে সহায়তার জন্য সরকার কৃষি উপকরণ টিলার মেশিন, ওয়েট মেশিন, ক্যারোট ও পরিবহন ভ্যান বরাদ্দ দিয়েছেন। অভিযোগ রয়েছে উপজেলা কৃষি অফিসার মো. আবু জাফর ইলিয়াস অর্থের বিনিময়ে ওই সিএফসি কেন্দ্র কৃষকদের মাঝে বরাদ্দ দিয়েছেন। ওই পাঁচটি সিএফসি কেন্দ্রের জন্য পটুয়াখালীতে পাঁচটি পণ্য পরিবহন ভ্যান গাড়ী নির্মাণ করা হয়। এর মধ্যে তিনটি ভ্যান গাড়ী সোমবার পটুয়াখালী থেকে আনা হয়।

ওই ভ্যানগুলো সোমবার রাত দশটার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভিতরে বিতরণ না করে দুই কিলোমিটার দুরে লোকালয়ে ইব্রহিম, রাখাইন জোলেন ও আল আমিন নামের তিনজনের মাঝে বিতরণ করা হয়েছে। এতে নানা মনে নানা প্রশ্ন জন্ম দিয়েছে।

প্রত্যক্ষদর্শী বেল্লাল হোসেন ও অপু মিয়া বলেন, এতে কোথাও ঘাবলা আছে। নইলে এতো রাতে কেন কৃষি অফিসের লোকজন তাদের অফিস ছেড়ে লোকালয়ে এসে ভ্যান গাড়ী বিতরণ করবেন। তবে বিষয়টি তদন্ত করে দেখলে আসল রহস্য বেড়িয়ে আসবে।

কবিরাজপাড়া সিএফসির পরিচালক রাখাইন জোলেন বলেন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ইমাম হোসেন ভ্যাগ গাড়ী নিতে আমাকে রাত দশটায় এখানে উপস্থিত থাকতে বলেছেন। তাই রাতে গাড়ী নিচ্ছি। তবে কেন তারা এতো রাতে ভ্যান গাড়ী দিয়েছেন তা আমি জানিনা?

তালতলী উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. ইমাম হোসেন বলেন, উপজেলা কৃষি অফিসার রাতে ভ্যান গাড়ী কৃষকদের দিতে বলেছেন তাই দিয়েছিউপজেলা কমপ্লেক্স ছেড়ে এতো দুরে কোন এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেনি তিনি

তালতলী উপজেলা কৃষি অফিসার মো. আবু জাফর ইলিয়াস অর্থের বিনিময়ে কৃষকদের ভ্যান গাড়ী বিতরণের কথা অস্বীকার করে বলেন, এ ভ্যানগুলো পটুয়াখালী থেকে আসতে রাত হয়েছে, তাই রাতে বিতরন করেছি। তবে উপজেলা নির্বাহী অফিসারকে না জানিয়ে কেন ভ্যান গাড়ী বিতরন করেছেন এমন প্রশ্নের জবাব না দিয়ে তিনি ফোনের লাইন কেটে দেন।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোসা. উম্মে সালমা বলেন, ভ্যান গাড়ী বিতরনের বিষয়টি আমার জানা নেই। তবে রাতে কেন ভ্যান গাড়ী বিতরন করেছেন তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন