“মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে”, রাজশাহীতে ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে এবং মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে—এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১০ আগস্ট) বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “দেশের মানুষের অর্থসম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে জনগণের শক্তিতে স্বৈরাচারকে বিতাড়িত করা সম্ভব হয়েছে। দল-মত নির্বিশেষে মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা আন্দোলনের মুখে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”
তিনি আরও বলেন, “১৭ বছরের বেশি সময় ধরে ক্ষমতা দখল করে তারা গুম, খুন, হত্যার রাজনীতি চালিয়েছে। বিরোধী মতের মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে।”
নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অভিযোগ তুলে তিনি বলেন, “মসজিদ কমিটি থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত প্রতিটি স্তরের নির্বাচন ভেঙে দেওয়া হয়েছে। বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে দুর্বল করা হয়েছে।”
বর্তমান সরকারের উদ্দেশে তারেক রহমান বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পথে এগোচ্ছে। রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা শুনেছি। এই নির্বাচনই জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হবে।”
সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও রাজশাহী মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



