Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে গুলিবিদ্ধ যুবকের নাম জুলাই যোদ্ধার তালিকায় নেই

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৭:৪৮ পিএম

নরসিংদীতে গুলিবিদ্ধ যুবকের নাম জুলাই যোদ্ধার তালিকায় নেই

ছবি-যুগের চিন্তা

নরসিংদীতে জুলাই যোদ্ধার তালিকায় নাম না থাকার অভিযোগ করেছেন নাছির মোল্লা (৩০) নামে গুলিবিদ্ধ হয়ে আহত যুবক। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী নাছির মোল্লা মাধবদী থানার ভগিরথপুর এলাকার মৃত নুরুল হকের ছেলে।

রবিবার (১০ আগস্ট) দুপুরে ভগিরথপুর এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলনে নাছির মোল্লা বলেন, জুলাই আন্দোলনে অংশ নিয়ে ১৯ জুলাই মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া ককটেলের বিস্ফোরণে হাত ও পায়ে গুলিবিদ্ধ হন তিনি।

এরপর নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরবর্তীতে, জুলাই যোদ্ধার তালিকায় তাঁর নাম উঠানো হয়নি গুলি ও ককটেল বিস্ফোরণে আহত নাছির মোল্লার। আন্দোলনে অংশগ্রহণ করে আহত হওয়ার প্রয়োজনীয় সব তথ্যপ্রমাণসহ স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও এখনও কোন পদক্ষেপ না নেয়ার অভিযোগ তাঁর।

জুলাই যোদ্ধা তালিকা থেকে বাদ পড়া সকলকে অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় সম্মান দেয়ার দাবি জানান নাছির মোল্লা।

সংবাদ সম্মেলনে স্থানীয় ব্যবসায়ী স্বপন মোল্লা, সমাজ সেবক আমিন উদ্দিন, শাকিল শেখ, মারুফ মোল্লা, আহত পথযাত্রী নাজিম উদ্দিন, আহত পারভীন বেগম উপস্থিত ছিলেন

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন