পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের প্রতিবাদ
রাঙ্গামাটি প্রতিনিধি :
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৬:৪১ পিএম
ছবি-যুগের চিন্তা
আদিবাসী স্বীকৃতির দাবির আন্তড়ালে দেশ বিরোধী ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করে প্রতিবাদ জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ।
রোববার সকালে রাঙ্গামাটি শহরের বনরূপা সিএনজি স্টেশন চত্বরে সংগঠনটি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা বলেন, পাহাড়িরা আদিবাসী স্বীকৃতি নিতে এত মরিয়া হয়ে ওঠেছে কেন? কারণ পার্বত্য অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা আদিবাসী নয়, তারা বহিরাগত দেশ থেকে বিতাড়িত হওয়া আশ্রিত জাতি।
ঐতিহাসিক তথ্য মতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা বার্মা, ভারতের তিব্বত, ত্রিপুরা, মিজোরাম, মঙ্গোলীয় এবং চীনসহ বিভিন্ন দেশ থেকে ১৭৩০ সাল নাগাদ যুদ্ধে বিতাড়িত হয়ে বাংলাদেশের ভূখ-ে অস্থায়ীভাবে আগমণ করে৷ তাদের লেখা বিভিন্ন বইতে তা উল্লেখ আছে। তারা আদিবাসী নয়।
তাদের অধিকাংশের আদি নিবাস বার্মা ও বার্মার চম্পকনগরে। বাংলাদেশ সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে কোন আদিবাসী নেই, তারা ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে স্বীকৃত।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙ্গামাটি পৌর শাখার সভাপতি পারভেজ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সম্পাদক হাবীব আল মাহমুদ।বক্তব্য রাখেছেন, পিসিসিপি ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান,রাঙ্গামাটি জেলা যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক ইসমাঈল গাজী, পৌর সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ।



