রাঙ্গামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত
রাঙ্গামাটি প্রতিনিধি :
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৬:১৩ পিএম
ছবি-যুগের চিন্তা
রাঙ্গামাটিতে বর্ণাঢ্য নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে শনিবার রাঙ্গামাটি পৌরসভা চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ছিলেন রাঙ্গামাটির সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার।
তিনি বলেন, পার্বত্যবাসীকে বাদ রেখে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই পাহাড়ী জনগোষ্ঠীর দাবি দাওয়া মেনে নিতে সরকারকে উদার মানসিকতার পরিচয় দিতে হবে। বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।

বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চল এর সভাপতি প্রকৃতি রঞ্জন খীসার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষাবীদ শিশির কান্তি চাকমা, মানবাধিকার নেত্রী নিরূপা দেওয়ান সহ স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা শেষে পৌরসভা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে। হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিমনেসিয়াম মাঠে গিয়ে শেষ হয়।
র্যালিতে বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক শতাধিক পাহাড়ি জনগোষ্ঠীর নারী-পুরুষ তাদের নিজস্ব পোশাকে স্বজ্জিত হয়ে অংশগ্রহণ করেছেন।# মোহাম্মদ আলী



