নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের ভেতর জলাবদ্ধতা
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৫:২৩ পিএম
ছবি-যুগের চিন্তা
গত কয়েকদিনের হালকা ও ভারী বর্ষণে নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের ভেতর ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে ডিএনডি’র নিচু এলাকার বহু বাড়িঘর, রাস্তাঘাট, শিল্প-কারখানা, মসজিদ, মাদ্রাসা ও স্কুল-কলেজ, সবজি ক্ষেত ও নার্সারিসহ বিভিন্ন স্থাপনা বর্ষণের কারণে দেড় থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে আছে।
এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বৃষ্টির পানির সঙ্গে শিল্প-কারখানার কেমিক্যালযুক্ত বিষাক্ত বর্জ্য মিশে বিবর্ণ আকার ধারণ করেছে জলাবদ্ধতার পানি। নিরুপায় হয়ে মানুষ দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।
এদিকে সবচেয়ে ভয়াবহ অবস্থা ফতুল্লার লালপুর ও পৌষাপুকুর পাড়া এলাকা।
সরেজমিন ফতুল্লায় দেখা যায়, চারদিকে পানি থৈ থৈ করছে। রাস্তা-ঘাট ডুবে আছে। বাড়ি-ঘরে পানি। নিচু এলাকার অবস্থা আরও ভয়াবহ। ফতুল্লার লালপুর ও পৌষাপুকুর পাড় এলাকার পানিবন্দি মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এখন নৌকা ও ভ্যান গাড়ি।
এলাকাবাসীর অভিযোগ, সামান্য পথ পাড়ি দিতেও অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। পায়ে হেঁটে চলাচল করা তো দূরের কথা, মোটর, রিকশা, মিশুকও চলাচল করতে পারছে না রাস্তা দিয়ে।
স্থানীয়রা বলেন, সরকার পরিবর্তন হয় ঠিকই কিন্তু লালপুর- পৌষাপুকুর এলাকাবাসীর ভাগ্য পরিবর্তন হয় না। ১৬ বছর ধরে কোনো সংস্কার নেই এ এলাকায়। যতদিন যাচ্ছে, সাধারণ মানুষের ভোগান্তি ততই বাড়ছে। এই এলাকার সংস্কার যে কবে হবে-তা একমাত্র আল্লাহ্ জানে।



