সাংবাদিক হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন
নরসিংদী প্রতিনিধি :
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০১:১৯ পিএম
ছবি - সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে নরসিংদী প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা মোড়ে মানববন্ধন
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যাসহ সারাদেশে সাংবাদিক নিপীড়ন ও হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নরসিংদীতে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। শনিবার (৯ আগস্ট) সকালে নরসিংদী প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা মোড়ে (প্রেস ক্লাবের সম্মুখে) এ মানববন্ধনে নরসিংদীর সর্বস্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকরা বিগত সময়ের সকল সাংবাদিক হত্যাকাণ্ড ও নীপিড়নের চিত্র তুলে ধরেন। এছাড়া সাংবাদিক দম্পতি সাগর- রুনি হত্যা থেকে শুরু করে সকল সাংবাদিক হত্যার কেন বিচার হয়নি এবং রাজনৈতিক দলগুলোর উদাসীনতা নিয়ে আলোচনা করেন। প্রশাসনের উদাসীনতাসহ নানা সংকট তুলে ধরে সাংবাদিকদের সুরক্ষা, হত্যাকাণ্ড এবং নিপীড়নের সর্বোচ্চ বিচার দাবি করা হয় মানববন্ধনে। দেশে স্বাধীনতার নামে নামমাত্র স্বাধীনতার নাটক চলছে বলেও উল্লেখ করেন বক্তারা। একই সঙ্গে সারা দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় সারা দেশে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
এ সময় বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাক, সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



