Logo
Logo
×

সারাদেশ

রাঙ্গামাটিতে ৩০ হাজার মানুষ এখনো পানিবন্দী

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি :

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৬:২৮ পিএম

রাঙ্গামাটিতে ৩০ হাজার মানুষ এখনো পানিবন্দী

ছবি-যুগের চিন্তা

রাঙ্গামাটিতে বৃষ্টিপাত কম হওয়া ও কাপ্তাই বাঁধের স্পিল ওয়ে ছেড়ে দেয়ার কারণে রাঙ্গামাটির বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় শুক্রবার থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। মানুষের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসক হাবিব উল্লাহর নিদের্শে জেলা সদর, লংগদু, বাঘাইছড়ি সহ অন্যান্য উপজেলায় জরুরি খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

এই পর্যন্ত বন্যাদুর্গতদের মাঝে ১০০০ প্যাকেট শুকনো খাবার এবং ২০০০ কেজি চাল বিতরণ করা হয়েছে। এছাড়া বন্যা পরিস্থিতিতে যে কোন ক্ষতি এড়াতে জেলায় মোট ২৪৬ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং খাদ্য সহায়তা কার্যক্রম চলমান রেখেছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

জেলার ৭ উপজেলায় প্রায় ৩০ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ফসলী জমির ক্ষতি হয়েছে কয়েক হাজার একর। একটানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় গত ৪ দিন ধরে পানি বন্দি রয়েছে ওই সব মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। রাঙ্গামাটি জেলা শহরের শান্তি নগর, রসূলপুর, ব্রাক্ষণটিলা, পৌর কলোনী, আসামবস্তি ,পুলিশ লাইন, পাবলিক হেলথ এলাকা হ্রদের পানিতে তলিয়ে গেছে।

বাঘাইছড়ির উপজেলার রূপকারী ইউনিয়ন, মাস্টারপাড়া, মধ্যম পাড়া, হাজী পাড়া, মাদ্রাসা পাড়া, এফ ব্লক, বটতলী, আমতলী ইউনিয়নসহ তৎসংলগ্ন নি¤œাঞ্চল হ্রদের পানিতে তলিয়ে গেছে।

এদিকে সেনাবাহিনী সাজেকের বাঘাইহাট এলাকায় বন্যাদুর্গত অর্ধশতাধিক মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ করেছে।


লংগদু উপজেলার ঝরণা টিলা,ভাসাইন্যাদম ইউনিয়ন,বগাচত্ত্বর ইউনিয়নের জালিয়া পাড়া,গুলশাখালী ইউনিয়নের সোনাগাঁও পাড়া, মাইনী ইউনিয়নের এফআইডিসি বড় কলোনী, বিলাইড়ি উপজেলা সদর, ধূপ্পারছড়, বহলতলী, বাঙ্গালকাটা এলাকাসহ নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, জুড়াছড়ি উপজেলা, কাপ্তাই উপজেলা এবং নানিয়ারচর উপজেলার নিম্নাঞ্চল ও তৎসংলগ্ন এলাকা হ্রদের পানিতে তলিয়ে গেছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাঙ্গামাটি সদর, নানিয়ারচর, লংগদু এবং বাঘাইছড়ি উপজেলার ২০টি ইউনিয়ন এবং রাঙ্গামাটি ও বাঘাইছড়ি পৌরসভা মিলে মোট ৮১টি গ্রামের বাসিন্দারা পানি বন্দি হয়ে পড়েছে। লংগদু এবং এবং বাঘাইছড়ি উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাঙ্গামাটি, নানিয়ারচর, বাঘাইছড়ি, লংগদু উপজেলা বন্যায় হাজারো হেক্টর ফসলি জমি, ৪৩টি পুকুর, ৬১টি সড়ক এবং ৯টি হাটবাজার হ্রদের পানিতে ডুবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানানো হয়েছে। তবে হ্রদের পানিতে ডুবে যাওয়া জুড়াছড়ি, বিলাইছড়ি, বরকল উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেলেও ক্ষয়-ক্ষতি সম্পর্কে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে জানানো হয়, বর্তমানে কাপ্তাই হ্রদে পানি রয়েছে ১০৮ দশমিক ৭০ ফুট মিনস সী লেভেল আছে। যার কারণে ১৬টি জলকপাট সাড়ে তিনফুট খুলে সেকেন্ড ছাড়া হচ্ছে ৬৮ হাজার কিউসেক পানি। এছাড়া ৫টি টারবাইন দিয়ে আরো ৩২ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন