Logo
Logo
×

সারাদেশ

বাঞ্ছারামপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৬:৫০ পিএম

বাঞ্ছারামপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদক বিরোধী অভিযানে ১৫১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এক অভিযান চালায় বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খানের নেতৃত্বে এসআই (নিঃ) শাহ সাদিকুর রহমান ফোর্স নিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযানে উপজেলার সোনারামপুর ইউনিয়নের কানাইনগর এলাকার মেঘনা নদী সংলগ্ন মামুন মিয়ার বসতঘরে দুইজন মাদক ব্যবসায়ীকে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সোনারামপুর ইউপির কানাইনগর গ্রামের মমিন মিয়ার ছেলে মামুন (৪১), একই ইউনিয়নের মরিচাকান্দির মৃত- মতিন মিয়ার ছেলে খলিল মিয়া (৫২)। আসামীদের কাছ থেকে মোট ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

পুলিশ সুত্রে জানা যায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, আটককৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে থানা পুলিশ সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলমান থাকবে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন