Logo
Logo
×

সারাদেশ

পঞ্চগড়ে পাকা রাস্তার দাবিতে অবরোধ

Icon

পঞ্চগড় প্রতিনিধি :

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৬:০১ পিএম

পঞ্চগড়ে পাকা রাস্তার দাবিতে অবরোধ

ছবি-যুগের চিন্তা

পঞ্চগড়ের সদর উপজেলা কমলাপুর বাজার থেকে নাঙ্গলগাও পর্যন্ত তিন কিলোমিটার ক্ষতিগ্রস্ত চলাচলের রাস্তা পাকা করণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয়রা ।

বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় থেকে গ্রামবাসিদের উদ্দ্যোগে দুপুর ১ টা পর্যন্ত প্রায় ২ ঘন্টা পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর বাজারে পঞ্চগড়-আটোয়ারী মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে অংশ নেন প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষ ।

এসময় বক্তব্য রাখেন, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান আরঙ্গজেব,নাঙ্গলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিক হোসেন,ধাক্কামারা ইউনিয়ন পরিষদের কাউন্সিলর রফিকুল ইসলাম , স্থানীয় আমিনুল সহ আরো অনেকেই বক্তব্য দেন , বক্তারা বলেন কমলাপুর থেকে নাঙ্গলগাও পর্যন্ত ৩ কিলোমিটার ক্ষতিগস্ত রাস্তা দিয়ে নিয়মিত হাজার

হাজার মানুষ চলাচল করে। এই রাস্তা দিয়ে যেতে হয় মাতৃসদন হাসপাতাল, ৪ টি বিদ্যালয়ে। বর্ষার সময় এক হাডু পানি জমে থাকায় চলাচল করা যায় না। দীর্ঘদিন থেকে রাস্তাটি সংস্কারের দাবি জানান তারা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারাপরে খবর পেয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান সহ , পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হন।

সময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার, জাকির হোসেনকে খবর দেওয়া হলে , উপজেলা এলজিইডির প্রকৌশলী রমজান আলীসহ মানববন্ধনে উপস্থিত হন। এ সময় নির্বাহী অফিসার জাকির হোসেন রাস্তাটি পাকা করনের আশ্বাস দিলে স্থানীয় জনতা অবরোধ তুলে নেয়

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন