Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জ শহরে রহস্যময় পোস্টার

Icon

শহর প্রতিনিধি :

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৫:০৬ পিএম

নারায়ণগঞ্জ শহরে রহস্যময় পোস্টার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালায়নের দিন ৫ আগষ্টকে ঘিরে নারায়ণগঞ্জ শহরের বিভিন্নস্থানে একটি রহস্যময় পোস্টার সাঁটানো হয়েছে। ৪ আগষ্ট গভীর রাতে জেলা প্রশাসকের কার্যালয়,পুলিশ সুপারের কার্যালয়, আদালত প্রাঙ্গনসহ বিভিন্নস্থানে কে বা কারা এই পোস্টারটি দেয়ালে লাগিয়ে দিয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মুখোশধারী বেশ কিছু যুবক এই পোষ্টারগুলো ছড়িয়ে দিচ্ছে। 

যা সর্ব মহলে সমালোচনার ঝড় উঠে, ‘ওই পোষ্টারে ৫ আগষ্টকে জাতীয় পুলিশ হত্যা দিবস উল্লেখ করে কয়েকজন যুবকের মৃতদেহের ছবি দেয়া হয়েছে। জুলাই-আগষ্ট সন্ত্রাসী নির্মূল কমিটির ব্যানারে পোস্টারটি ছাপানো হয়েছে।’ 

বিভিন্ন সূত্রে জানা গেছে, ‘প্রয়াত জাতীয় পার্টির নেতা নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুগতরা এই পোস্টার ছড়িয়ে দিয়েছে। পুলিশ বলছে,কারা এই পোস্টারগুলো ছড়িয়ে দিয়েছে, তাদের বিষয়ে তথ্য তালাসের চেষ্টা চলছে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন