বারবার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, ফেনী পাউবোতে দুদকের অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০১:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
ফেনী পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার, ৬ আগস্ট সকাল থেকে নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি তদন্ত দল এ অভিযান শুরু করে। অভিযানে অংশ নিয়েছেন উপ-সহকারী পরিচালক মো. জাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। তারা পাউবোর বিভিন্ন প্রকল্প, অর্থ লেনদেন এবং সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহের কাজ করছেন।
জানা গেছে, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে প্রতিবছর ভাঙনের ফলে ফেনী অঞ্চলের লাখো মানুষ দুর্ভোগে পড়েন। ২০২৪ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন ২৯ জন। ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় শত কোটি টাকা। চলতি বছরেও দুই দফায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়, যার ফলে প্রায় ২৩৮ কোটি ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বিভিন্ন খাতে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের দায়সারা সংস্কার কাজ এবং দুর্নীতির কারণেই এমন দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
এই পরিস্থিতিতে গত ২৩ জুলাই ফেনীর নাগরিক সমাজ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন মিলে পানি উন্নয়ন বোর্ড অভিমুখে পদযাত্রা করেন। তারা ৮ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে টেকসই বাঁধ নির্মাণ, সেনাবাহিনীর মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন, নদী শাসন, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিতকরণ।
দুদকের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। সকালে পানি উন্নয়ন বোর্ডে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট নথিপত্র চাওয়া হয়েছে। এরপর পরশুরাম ও ফুলগাজী উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। তিনি জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।
এই অভিযানকে কেন্দ্র করে ফেনীর জনগণের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের প্রত্যাশা জেগে উঠেছে। তারা আশা করছেন, এবার হয়তো দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।



