Logo
Logo
×

সারাদেশ

মেহেরপুরে সড়কে ককটেল ফাটিয়ে পথচারীদের টাকা লুট

Icon

মেহেরপুর প্রতিনিধি :

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৯:৪১ এএম

মেহেরপুরে সড়কে ককটেল ফাটিয়ে পথচারীদের টাকা লুট

মেহেরপুরের গাংনী উপজেলার থানা এলাকায় সড়কে ককটেল ফাটিয়ে পথচারীদের কাছ থেকে টাকা লুট করেছে ডাকাত দল। গতকাল মঙ্গলবার রাত ৯টায় ধানখোলা সড়কে এ ঘটনা ঘটে।

ওই ঘটনার ভুক্তভোগী উপজেলার মহিষখোলা গ্রামের বাসিন্দা ইয়াসির আরাফাত সাংবাদিকদদের বলেন, সশস্ত্র ডাকাতেরা প্রথমে তাঁর কাছ থেকে ৭ হাজার টাকা কেড়ে নেয়। পরে আরও আটজনের কাছ থেকে প্রায় ২৩ হাজার লুট করে।

ডাকাতির কবলে পড়েন দিনমজুর আবদুল হালিম। তিনি গাংনী পৌরসভার একটি চালের দোকানে কাজ করেন। দিনে তাঁর আয় ৬০০ থেকে ৭০০ টাকা। তিনি বলেন, সারা দিন কাজ করে ৬০০ টাকা পেয়েছিলেনসেই সামান্য টাকাও ডাকাতেরা কেড়ে নিল

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেডাকাতদের শনাক্তলুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন