Logo
Logo
×

সারাদেশ

রাঙ্গামাটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি :

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৮:৫৫ পিএম

রাঙ্গামাটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ছবি-যুগের চিন্তা

রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। দিবসটি পালনে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্টিত এই সভায় সভাপতিত্ব করেছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ।

আলোচনা সভায় বক্তব্য রেখেছেন রাঙ্গামাটি পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, সমাজসেবা উপ-পরিচালক মো. ওমর ফারুক, জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলিম, বিএনপি প্রতিনিধি মো. তারেক আহমেদ, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক বিপিন জ্যোতি চাকমা প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিবৃন্দ । আলোচনা সভার শুরুতে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রধান উপদেষ্টার ধারনকৃত বক্তব্য প্রচার করা হয়। আলোচনাসভা শেষে জুলাই আন্দোলনে আহত সাহসী যোদ্ধাদেরকে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এর আগে রাঙ্গামাটির কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে জুলাই স্মৃতিস্তম্বে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পকস্তবক অর্পণ করা হয়েছে।

এদিকে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৫’ উদযাপিত হয়েছে মঙ্গলবার সকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণসহ ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের রুহের মাগফেরাত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

পরে সেখানে এক আলোচনা সভাঅনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির সভাপতিত্বে অনৃুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। # মোহাম্মদ আলী

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন