পঞ্চগড়ে পরিত্যক্ত স'মিলে বৃদ্ধকে জবাই করে হত্যা
পঞ্চগড় প্রতিনিধি :
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৪:৪৯ পিএম
ছবি-যুগের চিন্তা
পঞ্চগড় সদর উপজেলার ৪ নং কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজার থেকে রফিকুল ইসলাম ডুবু (৭০) নামের এক বৃদ্ধকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (৫ আগস্ট) সকালে সদর উপজেলার টুনিরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ঝাকুয়াপাড়া এলাকার মৃত কালুয়ার ছেলে।
জানা গেছে, রফিকুল ইসলাম বছরের পর বছর এই পরিত্যক্ত স'মিলে থাকতেন তিনি। তার স্ত্রী অনেকদিন আগেই মারা গেছেন ,তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। মেয়ে দুটির বিয়ে হয়েছে । তবে তিনি তার পরিবারের সাথে থাকেন না। অনেকেই বলছেন হয়তো পারিবারিক কলহের জেরে বাড়ি ছেড়েছেন রফিকুল ইসলাম ডুবু । তবে এই পরিত্যক্ত স'মিলে দীর্ঘদিন ধরে থাকার বিষয়ে অনেকেই তথ্য দিতে পারলেও তার কর্মের কোন তথ্য পাওয়া যায়নি। পাশে একটি উত্তরা বেকারি নামে কারখানা রয়েছে ।
হোটেল ও বেকারির জন্য বিভিন্ন জায়গা থেকে কাঠের খড়ি কিনে আনে এই পরিত্যক্ত স'মিলে রাখতেন বেকারি ও হোটেল মালিক । কাঠের খড়ি ফারাই করার জন্য মঙ্গলবার সকালে কাঠুরিয়া বাচ্চা নামের এক লোক ,কাঠ কাটতে আসেন । এ সময় রফিকুল ইসলামকে গলাকাটা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার করেন তিনি। পরে লোকজন এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করা হয়।
বর্তমানে লাশটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা-হিল জামান বলেন, “আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছি। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, সিআইডি ও পিআইবি যৌথভাবে তদন্ত শুরু করেছে।”এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানা না গেলেও পুলিশ বলছে, যেকোনো ক্লু পাওয়ার জন্য আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ সম্ভাব্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি।



