জুলাইযোদ্ধাদের ফুল দেওয়া হলো পিয়ন দিয়ে
শরীয়তপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০২:৫৯ পিএম
ছবি - সংগৃহীত
শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আহত যোদ্ধাদের জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী (পিয়ন) দিয়ে ফুল দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ক্ষোভ জানিয়েছেন জুলাইযোদ্ধারা। যদিও জেলা প্রশাসকের দাবি, নেজারত ডেপুটি কালেক্টরের (এনডিসি) নেতৃত্বে ফুল দেওয়া হয়েছে এবং অভিযোগ সঠিক নয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আন্দোলনে শহীদ হওয়া ১৪ জনের পরিবার ও ৮৩ আহতের মাঝে রাষ্ট্রীয় সম্মাননা ও উপহার সামগ্রী দেওয়া হয়। এ সময় শহীদের পরিবারের হাতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার নিজে উপহার তুলে দিলেও ভিন্নতা দেখা যায় আহতদের উপহার ও শুভেচ্ছা দেওয়ার ক্ষেত্রে। আহতদের মাঝে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীদের দিয়ে ফুল দেওয়া হয় বলে অভিযোগ জুলাইযোদ্ধাদের।
জুলাই ওয়ারিয়র্স জেলা শাখার সদস্যসচিব ও জুলাইযোদ্ধা আব্দুর রহমান ডালিম বলেন, আমরা জানতাম জেলা প্রশাসক শুভেচ্ছা ও উপহারসামগ্রী তুলে দেবেন। কিন্তু জেলা প্রশাসক সেই জায়গায় ব্যর্থ হয়েছেন।
নারী জুলাইযোদ্ধা জান্নাতুল ফেরদৌস বলেন, যারা শহীদ হয়েছেন তারা আমাদেরই সহযোদ্ধা। তাদের পরিবারের হাতে ডিসি নিজে সম্মাননা তুলে দিয়েছেন এটি বেশ ভালো। তবে আমাদের বেলায় কেন আলাদা হচ্ছে। এখানে প্রশ্ন থেকেই যায়।
ফাতেমা ইয়াসমিন নামের আরেক নারী জুলাইযোদ্ধা বলেন, ডিসি বা অন্য ম্যাজিস্ট্রেট দিয়ে ফুল দেওয়ার কথা ছিল। কিন্তু তারা ডিসি অফিসের পিয়ন দিয়ে ফুল ও উপহার দিয়েছেন। এর আগেও জেলা প্রশাসন আমাদের জুলাই কন্যাদের উপহার দিয়েছেন পিয়ন দিয়ে, তারা ফুল অনেকের হাতের ওপর ফেলে দিয়েছে। আমরা কখনোই তাদের থেকে সম্মান পাইনি। তাদের মনোভাব স্বৈরাচারী।
অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, এনডিসির নেতৃত্বে ফুল দেওয়া হয়েছে এবং তিনি নিজেই ছিলেন। যারা অভিযোগ করেছে, এই অভিযোগ সঠিক নয়।



