Logo
Logo
×

সারাদেশ

কোচ পছন্দ না হওয়ায় রেলপথে বিক্ষোভ, এক ঘণ্টা পর ছাড়ল জুলাই বিশেষ ট্রেন

Icon

রাজশাহী প্রতিনিধি :

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৯:৪২ এএম

কোচ পছন্দ না হওয়ায় রেলপথে বিক্ষোভ, এক ঘণ্টা পর ছাড়ল জুলাই বিশেষ ট্রেন

ছবি - মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে স্টেশনের এক নম্বর প্লাটফর্মের রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ

বরাদ্দ দেওয়া ট্রেনটির কোচগুলো যাত্রা উপযোগী নয় দাবি করে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে স্টেশনের এক নম্বর প্লাটফর্মের রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহীরা।

বরাদদ্দকৃত ট্রেন পছন্দ না হওয়ায় তারা রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেন আটকে দেন। আন্দোলনকারীদের ভাষ্য, সকাল ৭টা বিশ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে বিশেষ ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা। সে মোতাবেক সকালে তার স্টেশনে এসে দেখতে পান যে ট্রেনটি তাদের জন্য বরাদ্দ করা হয়েছে সেটি যাত্রা উপযোগী নয়, এবং দ্রুততম সময়ে পৌঁছানো যাবে না। সে কারণে ভালো ট্রেন ও বগির জন্য রেলপথে অবস্থান নেন।

দাবি আদায়ে আটকে দেন রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস। একপর্যায়ে দাবি আদায় নিয়ে আন্দোলনকারীরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়লে উত্তেজনা তৈরি হয়। এক পক্ষ রেল বিভাগের বরাদ্দ দেওয়া বিশেষ ট্রেনে ঢাকায় রওনা দেন। অন্যপক্ষ সিলসিটি এক্সপ্রেস ট্রেনে ঢাকা রওনা হন।

রাজশাহী স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, যে ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো যথেষ্ট মানসম্মত। বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল।

তিনি আরও বলেন, সবাইকে বুঝিয়ে পরে বিশেষ ট্রেনে তুলে দেওয়া হয়। কয়েকজন সেই ট্রেনে যেতে না চাইলে পরে তাদের সিল্কসিটি ট্রেনে তুলে দেওয়া হয়। এরপর ৭টা ২০ মিনিটের পরিবর্তে প্রায় এক ঘণ্টা বিলম্বে ৮টা ১৩ মিনিটে এবং সিল্কসিটি ৭টা ৪০ মিনিটের পরিবর্তে ৮টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এই বিশেষ ট্রেনটি রাজশাহী, পাবনার ঈশ্বরদী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ স্টেশন থেকে শিক্ষার্থীদের নিয়ে ঢাকা রওয়ানা হওয়ার কথা।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন