১৬ ঘণ্টা পর সুনামগঞ্জে যান চলাচল স্বাভাবিক, পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৩:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
সুনামগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের জেরে ডাকা পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ১৬ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে এই ঘোষণা দেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির।
সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) প্রতিনিধি, পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ড. আব্দুল লতিফ সভায় বলেন, “আমাদের শিক্ষার্থীরা মেধাবী ও ভদ্র। তবে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না।”
অধ্যক্ষের এই বক্তব্যকে স্বাগত জানিয়ে আন্দোলনরত পরিবহন শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। আমরা আশা করছি, ভবিষ্যতে শিক্ষার্থীরা চালক বা হেল্পারদের সঙ্গে খারাপ আচরণ করবে না। তাই আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি।”
এর আগে রোববার সকাল সাড়ে ৯টার দিকে শান্তিগঞ্জে সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস সংলগ্ন সড়কে বাসভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে এক বাস হেল্পারকে মারধরের অভিযোগ ওঠে। এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন। বিকেলে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলেও রাতেই জেলার দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন পরিবহন মালিক ও শ্রমিকরা।



