Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় মা-ছেলে-মেয়ে হত্যা

উপদেষ্টা আসিফ মাহমুদের বাবাকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

Icon

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০২:৪২ পিএম

উপদেষ্টা আসিফ মাহমুদের বাবাকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

কুমিল্লার মুরাদনগরে মা-ছেলে-মেয়েকে হত্যার নির্দেশদাতা হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা বিল্লাল মাস্টারকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহতদের পরিবারের সদস্য রুমা আক্তার। তিনি দাবি করেন, ভুক্তভোগী হওয়া সত্ত্বেও ন্যায়বিচার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। 

আজ সোমবার (৪ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই ঘটনার বিচার চেয়ে করা এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান রুমা আক্তার। বিচারের পাশাপাশি রুমা আক্তার নিজের পরিবারের নিরাপত্তাও চেয়েছেন। তিনি বলেন, ‘এখন বেঁচে থাকাও আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।’

রুমা আক্তার বলেন, ‘এমন অবস্থা, বিচার চাওয়ার তো অধিকারই নেই, উল্টো নিজেদের জীবন বাঁচাতে পালিয়ে বেড়াতে হচ্ছে। কারণ এই হত্যাকাণ্ডে শুরু থেকে মদদ দিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা বিল্লাল মাস্টার। তাঁর প্রভাব এবং সাহসে এমন হত্যাকাণ্ড চালিয়েছেন শিমুল চেয়ারম্যান ও তাঁর দোসরেরা।’
রুমা আক্তার দাবি করেন, ‘প্রথমে আমার মাকে হত্যার পরিকল্পনা করা হয়। পরে ছেলে-মেয়ে বিচার চাইতে পারে এমন চিন্তা করে পরিবারের সবাইকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।’

রুমা আক্তার দাবি করেন, ‘হত্যাকাণ্ডের একদিন আগে, মোবাইল চুরির ঘটনার নিয়ে হট্টগোল শুরু হয়। একজনের ঘরে মোবাইল চুরির ঘটনায় আমাদের বাড়ির পাশের দোকানে একটি ছেলেকে বেধড়ক মারধর করা হয়। অভিযুক্ত ছেলের বাবা কোনোভাবে ছেলে বাঁচাতে না পেরে আমার মায়ের কাছে সাহায্য চায়। তখন আমার মা ঘটনাস্থলে গিয়ে বলে—চোর মরে গেলে আমরা আশপাশের সবাই ফেঁসে যাব। হয় তাঁকে ছেড়ে দাও, নাহলে পুলিশে দাও। একথা বলার সাথে সাথেই সেখানে থাকা বাচ্চু মেম্বার, শরীফ, আসিফসহ সবাই আমার মাকে উদ্দেশ করে বলে, তুই চোরের পক্ষ নিছিস, তুই নিজেও চোর। পরে আমার ভাই ঘটনাস্থল থেকে মাকে উদ্ধার করে। অভিযুক্ত ছেলের বাবা থানায় অভিযোগ করলে বাচ্চু মেম্বারসহ অন্যান্যরা আমার মাকে সন্দেহ করে।’

রুমা আক্তার বলেন, ‘এরপর ২ জুলাই রাতে শিমুল চেয়ারম্যান, আনু মেম্বার, মতিনসহ কয়েকজনের উপস্থিতিতে রবিউল ও শরীফের আহ্বানে এক গোপন বৈঠকে আমার মাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে বেশ কিছু টাকাও লেনদেন হয়।’ পরে রুমা আক্তার সংবাদ সম্মেলনে হত্যার বিস্তারিত বর্ণনা তুলে ধরেন। পাশাপাশি হত্যা পরবর্তী হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া, প্রভাব বিস্তার, নির্যাতন, ভয় দেখানোসহ নানা অনিয়মের ঘটনা তুলে ধরেন। 

সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের বাইরে পরিবারের কারও বক্তব্য কোনো গণমাধ্যমে প্রকাশিত হলে তা উপদেষ্টা আসিফের চাপের ফলশ্রুতিতে হবে বলে বিবেচনা করার জন্যও সতর্ক করেন রুমা আক্তার।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন