Logo
Logo
×

সারাদেশ

ঘুষের টাকা ‘চুরি’ : স্বামীকে দিয়ে জা-কে ‘পেটালেন’ পরিবেশের ডিডি

Icon

রাজশাহী প্রতিনিধি :

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১০:৩৭ এএম

ঘুষের টাকা ‘চুরি’ : স্বামীকে দিয়ে জা-কে ‘পেটালেন’ পরিবেশের ডিডি

ছবি - স্বামীর সঙ্গে পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মোছা. তাছমিনা খাতুন

পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মোছা. তাছমিনা খাতুনের ১ কোটি ৩০ লাখ টাকা ভাসুরের (স্বামীর বড় ভাই) ঘরে রাখা নিয়ে ঘটে গেছে তুমুল কাণ্ড। ঘুষের মোটা অঙ্কের এই টাকা থেকে ২৫ লাখ টাকা জা (স্বামীর ভাবি) মোছা. শাহানাজ খাতুন চুরি করেছেন, এমন অভিযোগ তুলে ওই নারীকে ভাসুরের দুই ছেলে, ডিডি তাছনিমা ও তার স্বামী আব্দুল আলীম ব্যাপক মারধরও করেছেন বলে দাবি ভুক্তভোগীর।


ভুক্তভোগী শাহানাজ খাতুন অভিযোগ করে বলেন, রাজশাহী পরিবেশ অধিদপ্তরের ডিডি তাছমিনা খাতুন শিমুর স্বামীর বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বেলতা বানদিঘী (মাটিহাস) গ্রামে। জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছরের ৭ আগস্ট ডিডি তাছমিনা তার আরেক ভাসুর মো. দেলোয়ার খাঁর ছেলে মো. মাসুদ রানার মাধ্যমে ঘুষের ১ কোটি ৩০ লাখ টাকা আমার বাড়ির একটি ঘরের বাক্সে জোরপূর্বক লুকিয়ে রেখে চাবি নিয়ে চলে যায়। প্রায় তিন মাস আগে আমার ঘরের মধ্যে রাখা ঘুষের ১ কোটি ৩০ লাখ টাকা তারা বের করে নিয়ে যায়। তখন আমার বিরুদ্ধে ঘুষের সেই টাকা থেকে ২৫ লাখ টাকা চুরির অভিযোগ তুলে অকথ্য ভাষায় গালাগালসহ নানাভাবে হুমকি-ধমকি দিতে থাকে।


এ ঘটনার জের ধরে গত শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে দেবর আব্দুল আলীম (ডিডি তাছমিনার স্বামী), তাছনিমা, ভাসুরের ছেলে মাসুদ রানা ও মারুফ খাঁ লাঠিসোঁটা নিয়ে আমার বাড়িতে অবস্থান নেন। একপর্যায়ে দেবর আব্দুল আলীম আমার বিবাহিত মেয়েকে ভাসুরের ছেলে মাসুদ রানার সঙ্গে বিয়ে দিতে বলেন। বিয়ে দিলেই কেবল চুরি করা ২৫ লাখ টাকা দিতে হবে না বলে জানান। আমি দেবরের কথায় রাজি না হওয়ায় তারা সবাই মিলে আমাকে এলোপাতাড়ি মারপিট করতে থাকেন।


সময় আমার ভাসুর দেলোয়ারের নির্দেশে দেবর আব্দুল আলীম, দেলোয়ারের ছেলে মাসুদ রানা ও মারুফ লাঠি দিয়ে আমাকে এলোপাতাড়ি মারপিট করে মারাত্মক জখম করে। তখন মাসুদ তার হাতের লাঠি দিয়ে আমার বাম পায়ে আঘাত করলে হাড় ভেঙে যায়। একপর্যায়ে দেবর আব্দুল আলীম আমার চুলের মুঠি ধরে টেনে-হিঁচড়ে আমার শ্লীলতাহানি ঘটান। এমন পরিস্থিতিতে আমার বোনের মেয়ে মোছা. রুপালী বেগম এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি মারপিট করে। পরে আমরা হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই।


জানা গেছে, রাজশাহী পরিবেশ অধিদপ্তরের ডিডি তাছনিমা খাতুন শিমুর স্বামী আব্দুল আলীম গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। তাছমিনা খাতুন শিমু প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভূমি অধিগ্রহণ কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাজশাহী পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের ডিডি হিসেবে কর্মরত।


অনুসন্ধানে জানা গেছে, ঘটনার দিন (১ আগস্ট) রাজশাহী পরিবেশ অধিদপ্তরের ডিবি তাছনিমা খাতুন স্বামীর বাড়ি ক্ষেতলালে সরকারি একটি গাড়ি (গাড়ি নম্বর ১৩-৩২৯৬) নিয়ে যান। মূলত রাজশাহী থেকে সেই গাড়িতে গিয়েই জা শাহানাজ খাতুনের বিরুদ্ধে ঘুষের টাকা চুরির অপবাদ দিয়ে স্বামী, ভাসুর, ভাসুরের ছেলেদের মাধ্যমে দ্বন্দ্ব-সংঘাতে জড়ান।


টাকা চুরির অপবাদ দিয়ে মারধরের ঘটনা সম্পর্কে জানতে চাইলে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি, তারা এ ঘটনায় থানাতেও এসেছিলেন। কিন্তু কোনো অভিযোগ দেয়নি, মীমাংসার বিষয় নিয়ে থানায় এসেছিল। এর বেশি কিছু আমি বলতে পারব না।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোছা. তাছনিমা খাতুন বলেন, আমি মুঠোফোনে কথা বলব না। অফিসের কাজে বাইরে আছি। অফিসে গিয়ে আমি আপনাকে ডেকে নিব, তখন কথা বলব।


কিন্তু তিনি আর ফোন করেননি। এমনকি রবিবার দুপুরে রাজশাহী পরিবেশ অধিদপ্তরে গিয়েও তাকে পাওয়া যায়নি। এরপর তার মুঠোফোনে অসংখ্যবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি ক্ষুদেবার্তা দিলেও তিনি কোনো সাড়া দেননি।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন