Logo
Logo
×

সারাদেশ

সিরাজগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনি, দুজনের মৃত্যু

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৯:৫৫ এএম

সিরাজগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনি, দুজনের মৃত্যু

সিরাজগঞ্জ সদরে গরু চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। রবিবার (৩ আগস্ট) রাতে উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায় এ ঘটনা ঘটে।


তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।


স্থানীয়রা জানান, কাজিপুর উপজেলার চর হতে ৫-৬ জন গরু চুরি করে নৌকা নিয়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় বিষয়টি তাদের নজরে আসে৷ পরে নৌকা থামিয়ে দুজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। তবে বাকিরা পালিয়ে গেছে।


সোমবার (৪ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাতে গরু চুরি করে নৌকা দিয়ে যমুনা নদী পার হচ্ছিল একটি চক্র। স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে আরেকটি নৌকা নিয়ে তাদের পথ আটকায়। এরপর নৌকার ভেতরেই বেশ কয়েকটি গরু পা বাঁধা অবস্থায় দেখতে পান তারা৷ তখন উত্তেজিত জনতা চোর সন্দেহে তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যায়। মরদেহ দুটি সিরাজগঞ্জ শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।


সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি হাসপাতালে রয়েছে৷ প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ।





Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন