Logo
Logo
×

সারাদেশ

চাঁদা : ভাইকে না পেয়ে বোনকে উলঙ্গ করার হুমকি

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৮:০৬ পিএম

চাঁদা : ভাইকে না পেয়ে বোনকে উলঙ্গ করার হুমকি

ছবি-যুগের চিন্তা

কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান সৌদী প্রবাসী স্বপনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না পেয়ে স্বপনের বোনজামাইয়ের বাসায় গিয়ে বোন শিরিন আক্তারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় উলঙ্গ করে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেন রহমান।

গত ২৪ জুলাই (বৃহস্পতিবার) রাত ৯টা ২০ মিনিটের দিকে জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। চাঁদা দাবি ও হুমকির প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

অভিযুক্ত আব্দুর রহমান সতাল ভট্টাচার্যপাড়া এলাকার ভাষানীর ছেলে। তিনি সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন। রহমানের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করারও অভিযোগ রয়েছে।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্বপনের বোন জামাই নজরুল ইসলামের বাসায় গিয়ে আব্দুর রহমান শিরিন আক্তারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এসময় স্বপনকে ফোন করে বলেন তার বোনকে তুলে নিয়ে যাবেন। স্বপন কল কেটে দিলে রহমান বাড়িঘর তালা মেরে বন্ধ করে দেয়ার হুমকি দেন। এসময় রহমানকে বলতে শোনা যায় রহমানের চেম্বারে না গেলে শিরিন আক্তারকে উলঙ্গ করে সবাইকে দেখাবে। বাসায় এ ঘটনা ঘটিয়ে রাত পৌঁনে ১০টার দিকে সতাল শ্মশানঘাট এলাকায় নিজ মার্কেট থেকে স্বপনের বোন জামাই নজরুলকে টানাহেঁচড়া করে তুলে নিয়ে সতাল মাড়াইকলের সামনে চেম্বারে আটকে রাখেন আব্দুর রহমান। পরে সাবেক কাউন্সিলর আরজু ফোন করলে রহমান তাকে ছেড়ে দেন।

এই বিষয়ে শিরিন আক্তার বলেন, রহমানের সাথে আমাদের কোনো ঝামেলা নেই। আমার ভাইয়ের সাথে কি নিয়ে ঝামেলা তা জানি না। ওইদিন রহমান এসে জিজ্ঞেস করে স্বপন কি হয়? আমি বলি ভাই এটা বলতেই বকাবকি শুরু করে দেয় যা ভিডিওতেই আপনারা দেখতে পেরেছেন।

তিনি আরও বলেন, এঘটনার পর গত ২৯ জুলাই রাতে বিএনপির নেতা-কর্মীসহ গণ্যমান্য ব্যক্তিরা এসে মিমাংসা করে দিয়ে যান। তারা বলেন, স্বপনের সাথে ঝামেলা এখানে এসে এসব করলে কেন, এরপর রহমান আমাদের কাছে মাফ চায়।

স্বপনের বোনজামাই নজরুল ইসলাম বলেন, এটা মিমাংসা হয়ে গেছে। যুবদলের সভাপতি শরীফ ভাই এসে রহমানকে মারধর করে আমাদের হাতে-পায়ে ধরিয়ে মিমাংসা করে দিয়েছেন।

এ বিষয়ে স্বপন জানান, আমি সৌদি প্রবাসী। গত ১৩ জুলাই দেশে এসে নিজের জায়গায় বিল্ডিংয়ের কাজ শুরুর পরিকল্পনা করি। সে মোতাবেক জায়গা পরিষ্কার শুরু করি। বাসা তৈরি করবো এটা জানতে পেরে রহমানসহ কয়েকজন আমার কাছে এসে বলেন এলাকায় জায়গা রাখছেন, বিল্ডিং করবেন আমরা কিছুই জানি না এরপর ওদের পরিচয় জানতে চাইলে আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে নাহলে বিল্ডিং করা যাবে না। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যান।

স্বপন আরও জানান, তাদের কথামতো চাঁদার টাকা না দেয়ায় গত ২৪ জুলাই আমার বোনজামাইয়ের বাসায় গিয়ে বোনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেন এবং বোনজামাই নজরুলকে তুলে নিয়ে তার চেম্বারে আটকে রাখেন। এ ঘটনায় আমি থানায় একটি অভিযোগ দিলে যুবদলের নেতা-কর্মীরা আমার বোনজামাইয়ের বাসায় রহমানকে নিয়ে যায় এবং মাফ চাওয়ায়পরবর্তীতে আমি থানা থেকে অভিযোগ প্রত্যাহার করি

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুর রহমান বলেন, এটা আমাদের একটা পারিবারিক সমস্যা ছিল যা যুবদলের সভাপতি শরীফ ভাই, সিনিয়র সহ-সভাপতি শাহীন ভাইসহ গণ্যমান্য ব্যক্তিরা মিমাংসা করে দিয়েছেন। কে বা কারা ভিডিও ছড়িয়েছে জানি না।

চাঁদা ও মিমাংসার বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ বলেন, দরবারে আমি ছিলাম এটা চাঁদার কোনো বিষয় না পারিবারিক জায়গার রাস্তা নিয়ে সমস্যা হয়েছিল পরে এলাকার সাবেক কমিশনারসহ মুরুব্বিদের নিয়ে সুন্দর ভাবে আপোষ হয়েছে। আর কোনো ঝামেলা নেই, স্বপনও থানা থেকে অভিযোগ তুলে নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্বে থাকা ওসি (তদন্ত) মো: টুটুল বলেন, ওসি স্যার অফিসিয়াল কাজে ঢাকায় আছেন। আমি এই বিষয়ে অবগত নই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন