Logo
Logo
×

সারাদেশ

কাপ্তাই হ্রদে প্রথমদিন ৭০ টন মাছ আহরণ

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি :

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৭:০০ পিএম

কাপ্তাই হ্রদে প্রথমদিন ৭০ টন মাছ আহরণ

ছবি-যুগের চিন্তা

দেশের সুসাধু পানির বিশাল মৎস্যভাণ্ডার কাপ্তাই লেক থেকে মাছ আহরণ শুরু হয়েছে। রোববার প্রথমদিন লেকে থেকে প্রায় ৭০টন মাছ আহরণ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। রাঙ্গামাটির কাপ্তাই লেকে মাছ শিকার শুরু হওয়ায় ২৭ হাজার জেলের মধ্যে প্রাণ চাঞ্চল্যতা সৃষ্টি হয়েছে। তারা জাল নৌকা নিয়ে নতুন উদ্যোগে লেক থেকে মাছ শিকারে নেমে পড়ে ।

লেকে প্রাকৃতিকভাবে মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে টানা ৯৪ দিন সকল ধরণের মাছ শিকারে নিষেধাজ্ঞা ছিল । শনিবার মধ্য রাত থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ফের মাছ শিকার শুরু হয়েছে।

কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছসহ সকল ধরণের মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত, হ্রদে অবমুক্ত করা পোনার সুষম বৃদ্ধির জন্য প্রতিবছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস দেশের সুসাধু পানির বৃহৎ জলাশয় কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা দেয় রাঙ্গামাটি জেলা প্রশাসন।

ওই সময় পার হয়ে যাওয়ায় রাঙ্গামাটির জেলাপ্রশাসক এবং কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুসারে ৩ আগস্ট থেকে এই নিষিধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। রাঙ্গামাটির আট উপজেলা ও খাগড়াছড়ির দুই উপজেলা নিয়ে ৭২৫ বর্গ মিটারের এই হ্রদ। এই বছর লেকে ৬০ মেঃটন পোনা মাছ ছাড়া হয়েছে।

প্রতি বছর এই হ্রদ থেকে প্রায় ২০ হাজার মেঃটন মাছ আহরণ করে থাকে । যার মূল্য প্রায় হাজার কোটি টাকা। বিএফডিসি ব্যবস্থাপক কমা-ার মোঃ ফয়েজ আল করিম জানান গত বছর লেকে থেকে ১৫ কোটি ৫৬ লাখ টাকা রাজস্ব আদায় করেছে এই বছর রাজস্ব বাড়বে বলে তিনি জানান।

ব্যবসায়ী মাহফুজ আলম জানান এই নিষিধাজ্ঞা আরো ১৫ থেকে ১মাস থাকা প্রয়োজন ছিল । এবার মাছ বড় হওয়ার সময় পায়ানি। এখানে মৎস্য ঘবেষণাগার খাকলে তারা মাছের অবস্থা সম্পকে কিছু জানায়নি। ফলে এবার পোনা মাছ ধরা পড়ছে বেশী । যা কারো কাম্য ছিলনা বলে এলাকাবাসীরা জানান। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন