Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Icon

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১২:৫৩ পিএম

রূপগঞ্জে যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ছবি - যুবদল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি চিহ্নিত মাদক কারবারি শাহীন আকন্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের হিড়নালে পূর্বশত্রুতার জেরে দিনেদুপুরে ফেসবুক লাইভে এসে  শান্ত সরকার  নামের এক যুবদল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি চিহ্নিত মাদক কারবারি  শাহীন আকন্দকে গ্রেপ্তার করেছে র‌্যাব।


গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রূপগঞ্জ থানায় তাকে সোপর্দ করা হয়েছে।  গ্রেপ্তারকৃত শাহীন আকন্দ পলখান এলাকায় বাছির উদ্দিনের ছেলে।  তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে থানায় মামলা রয়েছে।  

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ৩ মাস পূর্বে শান্ত সরকার হত্যাকাণ্ডে তার চাচা সালাহউদ্দিন সরকার বাদী হয়ে ১৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার অন্যতম আসামি শাহীন আকন্দকে গতরাতে র‌্যাব-১এর সিপিসি-৩এর  একটি দল গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। আমরা আইনি প্রক্রিয়ায়  আদালতে প্রেরণ করেছি।  


উল্লেখ্য, যুবদল কর্মী শান্ত সরকারকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করলে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর গত  ২১ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যায়। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন