পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, নিহত ২
শরীয়তপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১০:০৪ এএম
ছবি - সংগৃহীত
শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত দিয়ে এক্সপ্রেসওয়েতে ওঠার সময় অজ্ঞাত পরিবহনের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) রাতে পদ্মা সেতুর টোলপ্লাজার নাওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাভারের হেমায়েতপুর এলাকার গোলাম কিবরিয়ার ছেলে মোহাম্মদ আলী অন্তু ও মো. সুজন। সুজনের পুরো পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঢাকা মেট্রো-ল ৩৮-৫৪২৫ নম্বরের একটি বাজাজ কোম্পানির পালসার মোটরসাইকেল জাজিরার পদ্মা সেতু সার্ভিস এরিয়া থেকে এক্সপ্রেসওয়েতে ওঠে। এ সময় পদ্মা সেতু পার হয়ে আসা একটি পরিবহন মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অন্তু ও সুজন নিহত হন। পরে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নকির আকরাম হোসেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় অবগত করেছি। তারা এসে মরদেহ নিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।



