Logo
Logo
×

সারাদেশ

ভালো ব্যবসায়ীরা নয়, যারা টাকা আত্মসাৎ করেছে তারা পালিয়েছে : কর্মসংস্থান উপদেষ্টা

Icon

রাজশাহী প্রতিনিধি :

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৩:১৮ পিএম

ভালো ব্যবসায়ীরা নয়, যারা টাকা আত্মসাৎ করেছে তারা পালিয়েছে : কর্মসংস্থান উপদেষ্টা

ছবি =- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, কিছু কিছু লোক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছে টাকা-পয়সা এদিক-ওদিক করার জন্য। যারা ব্যাংক ঋণ নিয়েছে, দেশ থেকে টাকা পাচার, আত্মসাৎ করেছে, শ্রমিকদের টাকাপয়সা দিতে পারছে না, তারা দেশ থেকে পালিয়েছে। সে কারণে কিছু কারখানা বন্ধ। যারা ভালো ব্যবসায়ী তারা দেশে এখনও ব্যবসা করছে। কারখানা বন্ধের জন্য আমরা (সরকার) দায়ী নয়।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তাবিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় এবং শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরো জানান, কারখানা ভালোভাবে চলার কারণে সাত থেকে আট শতাংশ রপ্তানি বেড়েছে। ভালো মালিকরা দেশে রয়েছেন, তারা শ্রমিকদের দেখভাল করছেন। ভালো ব্যবসা করছেন।

শ্রমিকদের আন্দোলন নিয়ে ড. এম সাখাওয়াত হোসেন বলেন, শ্রমিকদের দাবি দাওয়ার শেষ নেই। আন্দোলন করতেই পারে। যে কেউ তার দাবি নিয়ে রাস্তায় নামতেই পারে। আমারও দাবি আছে, আমিও রাস্তায় নামতে পারি।

শ্রমিক সংগঠনের নির্বাচন নিয়ে শ্রম উপদেষ্টা বলেন, একজন নির্বাচনে জিতলে সারাজীবন থাকতে চান, যা এর আগে দেখেছেন। আশা করি, এই প্র্যাক্টিসগুলো চলমান থাকবে না। নির্বাচনের মাধ্যমে ভালো প্রতিনিধি উঠে আসার প্র্যাকটিস চালু হবে।

এর আগে উপদেষ্টা একই ভবনে একটি গবেষণা কনফারেন্সের উদ্বোধন করেন। তিনি সেখানে বলেন, চা-বাগানে শৌচাগার না থাকা খুবই অমানবিক। এর ফলে সেখানকার নারী কর্মীদের ক্যান্সার হচ্ছে। সেখানেও খাবার পানিও পাওয়া যায় না।
 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন