Logo
Logo
×

সারাদেশ

তাড়াশে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৮:৫৪ পিএম

তাড়াশে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

ছবি-যুগের চিন্তা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাঁটাবাড়ি গ্রামে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মকছেদ আলী নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে । এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

এলাকাবাসীর পক্ষ থেকে বিপ্লব হোসেন নামের এক ব্যক্তি তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের কাঁটাবাড়ি গ্রামের অভিযোগে উল্লেখ্যিত রাস্তাটি গ্রামের জনসাধারণ ও কাঁটাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং মাঠ থেকে ফসল কেটে আনা নেওয়ার একমাত্র রাস্তা। সরকারি এ রাস্তা দখল  করে  ভবন নির্মাণ করায় লোকজনের চলাচলের অসুবিধা হচ্ছে। কিন্তু ভবন নির্মাণকারী  মকছেদ আলী  প্রভাবশালী হওয়ায়  কেউ কিছু বলতে পারছেন না। 

এলাকারবাসীর আপত্তির পরও তিনি ভবন নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন । স্থানীয়দের দাবি

দ্রুত সময়ের মধ্যে সরকারি রাস্তা থেকে ভবন নির্মাণ বন্ধ করার।

অভিযোগকারী জানান, রাস্তাটি কাঁচা মাটির হলেও, এলাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে আমরা মসজিদে যাই, বাজারে যাই, ভ্যান গাড়িতে প্রয়োজনীয় মালপত্র বাড়িতে নেই। কিন্তু যেভাবে ভবন নির্মাণ করা হয়েছে, তাতে রাস্তাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে।

বিপ্লব হোসেন নামের এক ব্যক্তি বলেন, রাস্তাটি দিয়ে দীর্ঘদিন আমরা চলাচল করি। কিন্তু বর্ষা মৌসুমে কাঁদা হওয়ায় একটু কম চলাচল করে মানুষ। সেজন্য সরকারি রাস্তায় ভবন নির্মাণ করবে এতে তিনি বিস্ময় প্রকাশ করেন।

সাবেক ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মানুষের সুবিধার জন্যই রাস্তা নির্মাণ করে সরকার। এই রাস্তা আজ কাঁচা আছে, কিন্তু ভবিষ্যতে পাকা রাস্তা নির্মাণ করতে গেলে তো এই ভবন অনেক বড় বাঁধা হয়ে দাঁড়াবে। এজন্য যত দ্রুত সম্ভব রাস্তার উপর থাকা ভবনের অংশ বিশেষ অপসারণের দাবি জানান তিনি।

ভবনের মালিক মো. মকছেদ বলেন, আমি কোন সরকারি জমি দখল করিনি। পূর্ব শত্রুতার জেরে আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। তারপরও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা যে সিদ্ধান্ত দিবেন আমি মেনে নিব।

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান বলেন, সরকারি জমি দখল করে কেউ ভবন নির্মাণ করবে এটা হতে পারে না।  তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন