তিস্তার পানি বৃদ্ধিতে ভোগান্তিতে লালমনিরহাটের হাজারো পরিবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৫:১৯ পিএম
ছবি : সংগৃহীত
লালমনিরহাটে তিস্তা নদীর পানিবৃদ্ধিতে আকস্মিক বন্যায় দুর্ভোগে পড়েছে নদী তীরবর্তী অঞ্চলের হাজারো মানুষ। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর চুলা জ্বালিয়ে চলছে রান্না, বসতবাড়ি জলমগ্ন হওয়ায় পাঁচ হাজারেরও বেশি পরিবার এখনো পানিবন্দি।
মঙ্গলবার (২৯ জুলাই) মধ্যরাতে তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হলে তিস্তাপাড়ের নিম্নাঞ্চলে প্লাবনের সৃষ্টি হয়। পানিবন্দি হয়ে পড়ে প্রায় ১০ হাজার মানুষ। বুধবার থেকে পানি কিছুটা কমলেও বৃহস্পতিবার দুপুরে আবারও পানি বাড়তে থাকে এবং তা বিপৎসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বন্যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার ১৫টি গ্রামের ওপর। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় অনেকেই রাস্তার ধারে অস্থায়ী ঘর বানিয়ে গবাদিপশু নিয়ে বসবাস করছেন। অনেক এলাকায় রান্নার কাজও চলছে বাঁধের ওপর।
শিক্ষা কার্যক্রমেও প্রভাব পড়েছে। জেলার ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি প্রবেশ করেছে, যার ফলে জেলা সদরের ৬টি এবং আদিতমারী উপজেলার ৬টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছে।
জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার জানান, বন্যার্তদের সহায়তায় প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়কেন্দ্র এবং ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ৫ শতাধিক পরিবারকে ৩০ কেজি চাল, শুকনো খাবার, ডাল ও চিড়া বিতরণ করা হয়েছে।



