শিশুদের নিয়ে কক্সবাজারে মাছরাঙা টেলিভিশনের ১৪ বছর পূর্তি
কক্সবাজার প্রতিনিধি :
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৮:৫০ পিএম
ছবি-যুগের চিন্তা
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে নানা আয়োজনে কক্সবাজারে উদযাপন করা হয়েছে মাছরাঙা টেলিভিশনের ১৪ বছর পূর্তি অনুষ্ঠান।
বুধবার ( ৩০ জুলাই) দুপুরে শহরের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান অরুণোদয় স্কুলে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে টেলিভিশনের ১৪ বছর পূর্তি পালন করা হয়। দুপুর ১২ টায় স্কুল প্রাঙ্গনে ঔষধি ও ফলজ চারা রোপনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
পরে স্কুলের সম্মেলন কক্ষে মাছরাঙা টেলিভিশনের ১৪ বছরের পথচলায় শুভেচ্ছা ও ভালোবাসা জানান অতিথি ও শুভার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ এমএম সিরাজুল ইসলাম, কক্সবাজার নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনোয়ারুল হক শব্দায়ন আবৃত্তি একাডেমির পরিচালক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব জসিম উদ্দিন বকুল, দৈনিক আজকের দেশ বিদেশ পত্রিকার সম্পাদক আয়ুবুল ইসলাম,চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক প্রমুখ।
শব্দায়ন আবৃত্তি একাডেমির সহকারি পরিচালক মিনহাজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাছরাঙা টেলিভিশনের কক্সবাজার প্রতিবেদক সুনীল বড়ুয়া। অনুষ্ঠানে শুরুতেই তিনি জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত ও আহতদের স্মরণ এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল বিষু, আজকের পত্রিকার কক্সবাজার প্রতিনিধি মাইনউদ্দিন হাসান শাহেদ শুভেচ্ছা বক্তব্য দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইদুজ্জামান চৌধুরী বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার এবং সুস্থ ধারার বিনোদন পরিবেশনের মাধ্যমে মাছরাঙা টেলিভিশন দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল হিসেবে নিজস্ব একটি অবস্থান গড়ে তুলেছে। ১৪ বছর নয় — মাছরাঙা টেলিভিশনের পথচলা হোক শতবর্ষের দিকে, এই প্রত্যাশা করি। বর্ষপূর্তিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে এমন মানবিক আয়োজন আমাদের সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।”
বিশিষ্ঠ শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম বলেন,“অরুণোদয়” বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল। নানা বৈচিত্র্যময় স্থান থাকা সত্ত্বেও বর্ষপূর্তির আয়োজন এখানে করা নিঃসন্দেহে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। এই আয়োজন মাছরাঙা টেলিভিশনের সামাজিক দায়িত্ববোধ ও মানবিক চেতনারই প্রকাশ।”
বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শব্দায়ন আবৃত্তি একাডেমীর পরিচালক জসীম উদ্দিন বকুল বলেন, "মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার কারণে সকল আনন্দ আয়োজন বাতিল করে শ্রদ্ধা নিবেদন, পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে বৃক্ষরোপণ, এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে কেক কাটা—সব মিলিয়ে এই আয়োজন পেয়েছে এক ব্যতিক্রমী ও মানবিক মাত্রা। নিঃসন্দেহে, এটি একটি অনন্য ও দৃষ্টান্তমূলক উদ্যোগ।
অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা মাছরাঙা টেলিভিশনকে শুভেচ্ছা জানান। এ সময় গান পরিবেশন করে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু মো. তানিম।
সবশেষে শেষে শিশুদের নিয়ে বর্ষ পূর্তির কেক কেটে প্রতিষ্ঠানটির বর্ষপূর্তি উদযাপন করা হয়।



