Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৪:৫৪ পিএম

রূপগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেসরকারি কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বুধবার (৩০ জুলাই) রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন তিন শতাধিক ব্যক্তি। ‘বিষয়ভিত্তিক শিক্ষা, সরকারি ও বেসরকারি সকল শিক্ষার্থীর অধিকার”—এই স্লোগানে একঘণ্টার মানববন্ধনে দাবি জানানো হয়, যেন সব শিক্ষার্থীর জন্য সমানভাবে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা হয়।,

মানববন্ধনে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা পরিবারের সমন্বয়ক মনিরুল হক মনির। বক্তৃতা দেন জসিম উদ্দীন ভুঁইয়া, এম এ মোমেন, তাইজউদ্দিন শিকদার, আব্দুল কাদির সুমন, মেহেদী হাসান, জান্নাতুল ফেরদৌস, ফকরুল আলম সবুজসহ একাধিক শিক্ষক ও অভিভাবক।

বক্তারা বলেন, সরকারি-বেসরকারি বিভাজনের মাধ্যমে প্রাথমিক শিক্ষায় বৈষম্য তৈরি করা হচ্ছে, যা শিক্ষার মৌলিক অধিকারকে খর্ব করছে। এক দেশ, এক পাঠ্যবই এবং এক শিক্ষা নীতির আওতায় থাকা সত্ত্বেও কেন বেসরকারি শিক্ষার্থীরা বঞ্চিত থাকবে—এই প্রশ্ন তোলেন তারা।

তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সিদ্ধান্ত না পরিবর্তন করা হলে জাতীয় পর্যায়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। পরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন