এনসিপির পদযাত্রা
নরসিংদীতে জুলাই শহীদ পরিবারের কথা শোনলেন এনসিপির নেতারা
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৪:২৯ পিএম
ছবি : নরসিংদীতে জুলাই শহীদ পরিবারের কথা শোনলেন এনসিপির নেতারা
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। বুধবার (৩০ জুলাই) বেলা ৩ টায় নরসিংদী ক্লাবে আসেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, তাসনীম জারাসহ নেতৃবৃন্দ।
এসময় নরসিংদী ক্লাবে জেলার জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সাথে দেখা করেন। পরে তিনি প্রতিটি শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের কথা শোনেন ও সমবেদনা জানান এবং শহীদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে দুপুরের খাবার খান। পরবর্তীতে সাড়ে ৪টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম ঘটনাস্থল জেলখানার মোড় থেকে পদযাত্রা শুরু করে নরসিংদী পৌরসভা মোড়ে গিয়ে আলোচনা সভায় অংশ নিবেন জুলাই ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা নতুন এ রাজনৈতিক (এনসিপি) দলটি।
এদিকে সমাবেশ সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে এনসিপির জেলার নেতৃবৃন্দরা। জেলার সব উপজেলা থেকেই বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেবেন বলে জানা গেছে। এ সমাবেশে লাখো মানুষের সমাগম হবে বলে প্রত্যাশার করছেন নেতাকর্মীরা।
এসময় উত্তরাঞ্চলের সংগঠক এড. শিরিন আক্তার শেলীর নেতৃত্বে উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম আহবায়ক সায়োরার তুষার, জাতীয় নাগরিক পার্টি নরসিংদী জেলা শাখার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনি, সদর শাখার প্রধান সমন্বয়কারী নূর হোসাইন, ছাত্র সমন্বয়ক ফাহিম ভূইয়া রাজ অভিসহ প্রমুখ।
অপর দিকে পদযাত্রা ও সমাবেশকে ঘিরে পুলিশ ও গোয়েন্দা সংস্থা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে বলেও জানান তারা।



