Logo
Logo
×

সারাদেশ

প্রবল বর্ষণে রাঙ্গামাটিতে পাহাড় ধস

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি :

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৬:০৪ পিএম

প্রবল বর্ষণে রাঙ্গামাটিতে পাহাড় ধস

ছবি-যুগের চিন্তা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ২দিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে রাঙ্গামাটির জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবারের ভারী বর্ষণে রাঙ্গামাটির আসামবস্তী কাপ্তাই সড়কের কয়েক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

এলজিইডির নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফি জানান এই মাটি এরা দ্রুত সড়িয়ে ফেলেছে। এছাড়া শহরের জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ড এলাকায় কয়েক স্থানে সড়কে মাটি ধস হয়েছে।

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি লংগদু ও জুরাইছড়ি এলাকার নির্মাঞ্চল পানিতে তলিয়ে গেছে । বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান। রাঘাইছড়ি উপজেলার কিছু এলাকায় পানি উঠেছে। বৃষ্টি থামার পর পানি নামতে শুরু করেছে। তবে কিছু নিচৃু এলাকায় এখনো পানি রয়ে গেছে।

এদিকে কাপ্তাই জলবিদ্যুত উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান বৃষ্টির কারণে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পেয়ে ১০৪.৭১ এমএস এল দাড়িঁয়েছে। লেকের পানি বৃদ্ধি পাওয়া নদীর তীরবর্তী এলাকায় আমনের বীজ তলা ক্ষতি গ্রস্ত হয়েছে বলে কৃষক নয়ন কুমার জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন