Logo
Logo
×

সারাদেশ

মাদ্রাসা মাঠ দখল করে ইউপি সদস্যের বীজতলা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৪:৫৫ পিএম

মাদ্রাসা মাঠ দখল করে ইউপি সদস্যের বীজতলা

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণ খোলা ছিএনএ দাখিল মাদ্রাসার মাঠ দখল করে ধানের বীজতলা করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন মোল্লা। এতে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বড়বগী ইউনিয়নের গ্রামের ভেতরে হরিণ খোলা ছিএনএ দাখিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির সামনে উড়ছে জাতীয় পতাকা। শ্রেণিকক্ষে চলছে শিক্ষার্থীদের পাঠদান। কিন্তু মাদ্রাসার মাঠ ঘিরে খুঁটি পুঁতে জাল দিয়ে ঘেরাও করে করে সেখানে করা হয়েছে ধানের বীজতলা।

এরপর থেকে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা। এছাড়া দেখা দিয়েছে চলাচলে যাতায়াতেও সমস্যা হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। দ্রুত মাঠ থেকে বীজতলা অপসারণের দাবি জানিয়েছেন তারা।

ইউপি সদস্য মো. জসিম উদ্দিন বলেন, বীজতলা আমাদের এলাকার চাষি আল-আমিন করেছে। ওই চাষি বিপদগ্রস্ত তাই আমি অনুমতি দিয়েছি।

হরিণ খোলা ছিএনএ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মুজ্জাম্মেল হুসাইন বলেন, মাদ্রাসা মাঠে ইউপি সদস্য মো. জসিম উদ্দিন বীজতলা করেছেন। এ ব্যাপারে আমার সঙ্গে কোনো আলোচনা করেনি বা অনুমতি নেয়নি।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

    

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন