পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছা, খুলনা প্রতিনিধি :
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৩:৪০ পিএম
ছবি - পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভায় নেতৃবৃন্দ
খুলনার পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুজন কুমার সরকার, এসআই মোঃ ছাবিবুর রহমান।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, পৌরসভা কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, মেরিন ফিশারিজ অফিসার মোঃ তরিকুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ঝংকার ঢালী, প্রভাষক শেখ আবু সাইদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল ওয়াহাব ও দেবাশীষ সরদার।
স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান গাজী আব্দুস সালাম কেরু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা, আবুল হাসেম, শেখ খোরশেদুজ্জামান, প্যানেল চেয়ারম্যান মোঃ বদরুল আলম, ইউপি সদস্য শেখর কুমার ঢালী ও শংকর কুমার, সিএ আব্দুল বারী,কৃষ্ণপদ মন্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং নাগরিক সেবা, উন্নয়ন কার্যক্রম ও সার্বিক নিরাপত্তাবিষয়ক বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।



