Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে যুবদল নেতার গুলিতে বৃদ্ধ আহত

Icon

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৩:১২ পিএম

রূপগঞ্জে যুবদল নেতার গুলিতে বৃদ্ধ আহত

ছবি - অভিযুক্ত যুবদল নেতা শফিকুল ইসলাম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে ও  দাবিকৃত তিন লাখ টাকা না দেওয়ায় শফিকুল ইসলাম নামের এক যুবদল নেতার বিরুদ্ধে শামসুদ্দোহা নামের এক বৃদ্ধকে গুলি করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত শফিকুল ইসলাম তারাব পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিবসহ তার লোকজনের সঙ্গে উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য রিপন ও তার লোকজনের ধাওয়া পাল্টাধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় যুবদল নেতা শফিকুল ইসলাম তার ভাগিনা ছাত্রলীগ নেতা শাকিবের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় যুবদল নেতা শফিকুল ইসলামকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। 
গত ৫ আগস্টের পর থেকে সংঘর্ষে আহত হওয়ার ক্ষতিপূরণ বাবদ প্রতিপক্ষ  রিপনের পরিবারের কাছে তিন লাখ  টাকা দাবি করে আসছিলেন যুবদল নেতা শফিকুল ইসলাম ও তার ভাগিনা। 

এরই জের ধরে গত সোমবার রাতে রিপনকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে রিপনের মামা শামসুদ্দোহাকে একা পেয়ে এলোপাতাড়ি গুলি করে শফিকুল ইসলাম ও তার ভাগিনা শাকিব। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

এ ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়। 
এ বিষয়ে রূপগঞ্জ থানার (ওসি) তরিকুল ইসলাম বলেন, শামসুদ্দোহা নামের এক বৃদ্ধ গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ চলছে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন