Logo
Logo
×

সারাদেশ

বৈষম্যবিরোধীদের ওপর হামলা, ছাত্রলীগ নেতা রিপন গ্রেফতার

Icon

চট্টগ্রাম প্রতিনিধি :

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:৩৫ পিএম

বৈষম্যবিরোধীদের ওপর হামলা, ছাত্রলীগ নেতা রিপন গ্রেফতার

ছবি - ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ রিপন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ রিপনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ২০২৪ সালের ৪ আগস্ট নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার অভিযোগে ফটিকছড়ি থানায় একটি মামলা রয়েছে।

সোমবার (২৮ জুলাই) রাত ৮টায় ফটিকছড়ি থেকে ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। তিনি পৌরসভার ৮নং ওয়ার্ডের হাজী লাল মিস্ত্রি বাড়ির আহম্মদ চাফার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রিপন ৫ আগস্ট ঝংকার মোড়ে ছাত্রদের ওপর সংঘটিত হামলার অন্যতম আসামি নাজিম মুহুরীর একান্ত সহযোগী হিসেবে অভিযুক্ত। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝংকার মোড়ে সংঘটিত ওই ঘটনায় বেশ কয়েকজন ছাত্র আহত হন। ওই ঘটনা কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রিপন নামের একজনকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে।

জানা গেছে, সংশ্লিষ্ট ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত কার্যক্রম চলমান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন